দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে আরেকটা বছর আসার সময় হলো। ইতিমধ্যেই ক্রিসমাস থেকেই বাংলা ও বাঙালির সেজে উঠেছে উৎসবের আনন্দে। আলোর বহরে সেজেছে রাজপথ ও অলিগলি। ২৫ ডিসেম্বর মহা ধুমধাম করে পালন হয় কলকাতার পার্ক স্ট্রিট এলাকায়। চলে ১লা জানুয়ারি পর্যন্ত। আর এসময় মানুষের ঢল নামে আলোক সজ্জিত রাস্তা ধরে। রংবেরংয়ের আলো , খাবার ও সরঞ্জাম সব কিছু মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হয়।
এছাড়াও স্থান বিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণের জন্য সময়ের হিসেব করে আতশবাজির আয়োজনও করা হয়। আর এই উৎসবের পরিবেশে যাতে অপ্রীতিকর ঘটনা, এবং রাস্তা ঘাটের দুর্ঘটনা গুলি এড়িয়ে যাওয়া যায় সেজন্য তৎপর প্রশাসন। ট্র্যাফিক পুলিশ সংখ্যা যেমন বাড়িয়ে দেওয়া হচ্ছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকেও প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছে।
বিশেষ কিছু রাস্তা গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত রকম যাত্রী এবং নাগরিক সুবিধায় থাকছে অতিরিক্ত পুলিশ টহল।