রান নেওয়ার সময় বিভ্রাট, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে রোষের মুখে গিল:
11 January 2024
4 Viewed 4
আজ মোহালিতে শুরু হলো ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ। যেখানে আফগানিস্তান প্রথমে ব্যাটে নেমে ১৫৮ রান তোলে এবং তার পরে ভারত ব্যাটে নামলেই ঘটে বিপত্তি।
ভারতের হয়ে ওপেন করতে নামেন যুবক খেলোয়াড় শুভমন গিল এবং অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটে কতটা ভয়ংকর রূপ নিতে পারে তা কম বেশি আমরা সকলেই জানি। কিন্তু এবার খেলতে নেমে ঘটলো বিপত্তি। তখন সবে প্রথম ওভার। বল করতে আসেন আফগানিস্তানের ইব্রাহিম জর্ডান। প্রথম বল ডট খেলে দ্বিতীয় বলটি চার রান নেওয়ার জন্য দূরে ঠেলে দেন রোহিত শর্মা। এই অবস্থায় ফিল্ডারের হাতে বল আটকে যায় এবং ইতিমধ্যেই রোহিত শর্মা এক রানের জন্য ছুটতে শুরু করেন। কারণ আমরা সবাই জানি ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা। তাই এক রান নষ্ট করতে চাননি অভিজ্ঞতা সম্পন্ন রোহিত। কিন্তু শুভমান স্ট্রাইকে থাকা অধিনায়কের দিকে নজর না দিয়ে বলের দিকে নজর রাখে ফলে তৈরি হয় একটা অপ্রীতিকর অবস্থা। একই লাইনে উপস্থিত হন দুজন ব্যাটসম্যান। তারপর রোহিত শর্মার সহজ রান আউট।
এই ঘটনায় ক্ষিপ্ত রোহিত শর্মা কড়া ভাষায় শাসন করেন শুভমন গিলকে। যা ওই সময় ওনার অঙ্গ ভঙ্গিতে বোঝা গেলেও পরিষ্কার হয় মিক এর রেকর্ড থেকে। এক কথায় রোহিত শর্মার রোষের মুখে পরা এই দিনটি গিল সহজে ভুলবেন না।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D