দীর্ঘ দু বছর ধরে ওডিআই রাঙ্কিংয়ে রাজত্ব করছিলেন পাকিস্তানের বাবর আজম। কিন্তু চলতি বিশ্বকাপে শুভ্মন গীলের বিদ্যুৎ গতির পারফরমেন্স বাবরকে সিংহাসন চ্যুত করে দিলো। এই বুধবার প্রকাশিত আইসিসি ওডিআই ব্যাটসম্যান রাঙ্কিংয়ে এক নাম্বারে উঠে এলেন ভারতের যুব খেলোয়াড় শুভ্মান গিল।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই ভারতের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো স্কোর দিয়ে গেছেন গিল। যদিও মাঝের দুটি ম্যাচে শারীরিক অসুস্থতার কারণে তিনি খেলতে পারেননি। ডেঙ্গুতে আক্রান্ত হন শুভমন।
ধরেই নেওয়া যায় যদি তিনি শারীরিক ভাবে অসুস্থ না হতেন তাহলে তিনিও চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার দের একজন হতেন। যদিও এতে তিনি পিছিয়ে নেই। আজ বাবরের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনি হলেন বিশ্ব সেরা।
তবে শুধু শুভমণ ই নয় সেরার সেরার এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সব মিলিয়ে রাঙ্কিং লিস্টের প্রথম দশে রয়েছে ভারতের তিন তারকা ব্যাটসম্যান।