আজ অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৪ এর খেলোয়ারদের নিলাম। ইভেন্ট টি শুরু হতে দেরি প্রায় দুই মাসের কিন্তু ইতিমধ্যেই যা উত্তেজনা সৃষ্টি হয়েছে তা বড়ো বড়ো অনেক ক্রিকেট ইভেন্টকে হার মানায়। গত ২০২৩ এর আইপিএল থেকেই আট দলের পরিবর্তে দশটি শহর নিয়ে দশটি দলে খেলা হয় আইপিএল। আর এবারও সেই দশটি দলের আধিকারিকরা পৌঁছে গেছেন নিলামে। সেখানে দলের জন্যই সেরা খেলোয়াড়দের আনবেন তাঁরা।
আর এবার পুরো আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সর্ব প্রথম ২০ কোটির সীমা পেড়িয়ে যাওয়া খেলোয়াড় হলেন প্যাট কামিন্স। তার শুরুর ধার্য মূল্য দুই কোটি থাকলেও প্রতিটি দলের উৎসাহ এবং একাগ্রতায় তার নিলামের মূল্য উঠে দাঁড়ায় ২০ কোটি ৫০ লক্ষ টাকায়। যা আইপিএলের ইতিহাসে এই প্রথম। প্যাট কামিন্স কে নেওয়ার লড়াইয়ে নেমেছিলেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সান রাইসার্স হায়দরাবাদের মধ্যে। শেষ বাজিমাত করে হায়দরাবাদ।
বেঙ্গালুরুর দল ২০ কোটি ২৫ লক্ষ টাকা দিতে উদ্যত হলেও শেষে আরও ২৫ লক্ষের বিনিময়ে মোট ২০ কোটি ৫০ লক্ষ ভারতীয় মুদ্রায় বিনিময়ে কামিন্স খেলবেন হায়দরাবাদে। প্রথমে ভারতের মুখ থেকে ছিনিয়ে নেওয়া বিশ্বকাপ এবং পরে আইপিএল নিলামে এত জনপ্রিয়তা এক কথায় অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এখন এক শক্তিশালী ক্রিকেটারের পরিচয় দেয়।
ছবি সংগৃহীত।