ক্রমশ জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীতে ঘটা বিভিন্ন পরিবর্তনের মধ্যে অন্যতম হলো বৃহত্তম হিমশৈলের স্থান পরিবর্তন। দীর্ঘ ৩০ বছর পর সমুদ্রের তলভাগ থেকে সরতে শুরু করেছে পৃথিবীর বৃহত্তম হিমশৈল "এ২৩এ" , যেটির দৈর্ঘ্য প্রায় ৪ হাজার বর্গ কিলোমিটার।
১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে
যাওয়া এই হিমশৈলটি ওয়েডোল সাগরের নিচে গিয়ে আটকে থাকে বহুবছর। যেটি ক্রমশ একটি দীর্ঘ বরফের দ্বীপের মতো আকার ধারণ করে। ২০২০ সালে হিমশৈলটি নড়াচড়া প্রথম শুরু করে, ক্রমশ গতি বাড়াতে থাকে।
বিজ্ঞানীরা মনে করেন জলবায়ুর পরিবর্তনের ফলে জলভাগের নিচের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে যার ফলে আয়তনে সুবিশাল হিমশৈলটি ধীরে ধীরে গলতে শুরু করে। তারা এও আশঙ্কা করেন যদি হিমশৈলটি ধীরে ধীরে স্থান পরিবর্তন করে দক্ষিণ জর্জিয়া তে গিয়ে ঠেকে তাহলে কয়েকলক্ষ সামুদ্রিক প্রাণী যেমন পেঙ্গুইন , সিলমাছ বা বিভিন্ন সামুদ্রিক পাখিদের সাধারণ জীবনযাত্রা সংকটের মুখে পড়বে।
দীর্ঘ ৩০ বছর পর হঠাৎ কেন বরফখন্ড টি এভাবে সরে যেতে শুরু করেছে? এর প্রভাবে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল কতখানি ব্যাহত হতে পারে? এইসব চরম প্রশ্নের মুখোমুখি আজ গোটা বিশ্ব।
ছবি সৌজন্যে উইকিপিডিয়া।