পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট উপস্থাপন করা হয়। পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতেই জয়ী বিজেপি। তবে এই পদ্ম ঝড়ে উড়ে না গিয়ে তেলেঙ্গানায় জয় পেয়েছেন ভারতিয় জাতীয় কংগ্রেস । মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়,মিজোরাম এবং তেলেঙ্গানায় এই ভোট পক্রিয়ায় চলে।
পরিসংখ্যান দেখলে বোঝা যায় তেলেঙ্গানায় বিজেপির স্থান কত পেছনে ।
রাজ্যে মোট ১১৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে ৬৪টি আসন। দ্বিতীয় স্থানে আছেন বি এইচ আর এস দলটি। এবং এরপর তৃতীয় স্থানে আছে ভারতীয় জনতা পার্টি। তাঁরা পেয়েছে মাত্র ৮টি আসন।
সব মিলিয়ে মানুষের উৎসাহের কম নেই। দেশের বিভিন্ন রাজনৈতিক মহলেও চলছে জোর জল্পনা। আগামীতে হওয়া আরও বিধানসভার ভোট গুলিতে বিরোধীদের পদক্ষেপ কি হবে সেটাই দেখায়।
ছবি ওয়ান ইন্ডিয়া।