সদ্য পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হলো বিধানসভা ভোট। পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে মধ্যে প্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, রাজস্থান এবং ছত্তিশগড়। আর এই পাঁচটি রাজ্যের ভোটের ফলে চমকে যাচ্ছে রাজনৈতিক মহল।
সব থেকে বেশি চমক প্রবন ফল দেখা গিয়েছে মধ্যপ্রদেশ , তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং রাজস্থানে। চমক প্রবন ফল করেছে ভারতীয় জনতা পার্টি। প্রসংশনীয় ভাবে মধ্য প্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে উঠলো গেরুয়া ঝড় । পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতে এরকম অভাবনীয় ফল করার জন্য জোর শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এছাড়াও মিজোরামে এগিয়ে আছে যোরাম পিপলস্ মুভমেন্ট পার্টিটি। আর কংগ্রেসের মত জোরদার ক্ষমতাশালী এবং পুরানো দল মাত্র একটি রাজ্য তেলেঙ্গানাতে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সফল হতে পেরেছে।
সব মিলিয়ে সরগরম রাজনীতি। তবে এবার কি গেরুয়া ঝড়ে উড়ে যাবে বিরোধী পক্ষ? নজর থাকলো বাংলার আসন্ন বিধানসভা ২০২৪ এ।
ছবি সৌজন্যে: dw