পাকিস্তান ভ্রমণে যাওয়ার পরামর্শ ধোনির, জানুন বিস্তারিত:
30 December 2023
8 Viewed 8
চার বছর হয়ে গেছে ধোনি জাতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখনও খেলছেন আইপিএল। ২০০৮ থেকেই সিএসকের অধিনায়কত্ব করে আসছেন ধোনি। এবারের আইপিএল ২০২৪ এও তাকে দেখা যাবে হলুদ জার্সিতে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তাঁর ভিডিও। যেখানে তিনি তার এক অনুরাগীকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। শুনতে অবাক লাগলেও ক্যাপ্টেন কুলের কাছে এটি অবাস্তব কিছু নয়।
আদতে অন ফিল্ড গম্ভীর এবং শান্ত থাকলেও অফ ফিল্ডে বিশেষ করে নিজের ফ্যানদের সাথে একেবারেই অন্য ধোনিকে দেখা যায়। এবারের ভিডিওটিও তারই প্রমাণ। তিনি মজা করেই এক ফ্যানকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কারণ হিসেবে বলছেন সেখানের খাবার ভালো। উত্তরে তাঁর সেই ফ্যান জানায় যে সে যতই খাবার ভালোবাসুক কখনোই পাকিস্তান যাবেন না।
ধোনি এবং তাঁর অনুরাগীর এই মজার কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়ে ঘুরে ফিরছে টাইমলাইনে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D