সদ্য সংশোধন করা হয়েছে হিট আন্ড রান আইন। রাস্তায় বেপরোয়া যান চলাচলে লাগাম দিতেই এই আইন পাশ করা হয়। একক কথায় বলা ভালো পথ দুর্ঘটনা কমানোই এই আইনের মূল লক্ষ্য। অনেক সময় ফাঁকা রাস্তায় বেপরোয়া যান চলাচলে প্রাণ হারাতে হয় সাধারণ পথযাত্রীদের। এখানেই শেষ নয় ধাক্কা মেরে পালিয়েও যায় গাড়ি সহ গাড়ির চালকও। আর এই ঘটনা রুখতেই হিট অ্যান্ড রান আইনের প্রবর্তন করেন ভারত সরকার।
আর এই আইনেই এবার আনা হলো বিরাট পরিবর্তন। এতদিন এই আইনে দোষী গাড়ি চালককে দুই বছরের কারাবাসে দণ্ডিত করা হতো। তবে সদ্য আনা পরিবর্তনে এই শাস্তির মেয়াদ পাঁচ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগেকার দুই বছরের শাস্তি বাড়িয়ে করা হয়েছে দশ বছর।
আর এই ঘোষণার পরেই শোরগোল পড়েছে বড়ো গাড়ির চালক মহলে। তারা এই নতুন নিয়মের প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসেন গাড়ির চালকরা। তাদের মতে রাস্তায় কুয়াশার কারণে অনেকসময় দুর্ঘটনা ঘটে তবে তার জন্যও এই বিশাল শাস্তি তাঁরা মানবেন না। কারণ এই ধরনের ঘটনায় তারা দায়ী নয় তাই এই বিশাল শাস্তি একজন নির্দোষ মানুষের জীবন শেষ করে দিতে পারে। তারা এছাড়াও বলেন যে এতে নতুন ছেলেরা গাড়ি চালানোর পেশা থেকে দূরে সরে যেতে পারে। এই নিয়েই হায়দরাবাদ , রাজস্থান, মধ্যপ্রদেশের চালকরাও ধর্নায় নামেন।