এই বৃহস্পতিবার ফিনল্যান্ডের এইচ এম ডি গ্লোবাল কোম্পানি যাঁরা নোকিয়া স্মার্টফোনগুলো প্রস্তুত করেন তাঁরাই নোকিয়া ১০৫ নামের ক্লাসিক ফিচারের একই ফোন বাজারে আনার ঘোষণা করেন।
যেখানে মাত্র ৯৯৯ টাকার অফার প্রাইসে গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন এবং এর সাথে কোম্পানি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট। অর্থাৎ কোনো সমস্যার সম্মুখীন হলে এক বছরের মধ্যে তা বদল করে নতুন মোবাইল নিতে পারবেন।
এখনও অবধি অফিসিয়াল খবর অনুযায়ী মোবাইলটি দুটি ভেরিয়েশনে পাওয়া যাবে কথা একটি সিম স্লট বা দুটি সিম স্লটের। তবে দামের পার্থক্য হবে কিনা এবিষয়ে যথার্থ খবর পাওয়া যায়নি। মোবাইলটির অন্যতম ফিচার হলো এটি কিপ্যাড মোবাইল হলেও এতে থাকছে ইন বিল্ট ইউপিয়াই। অর্থাৎ নোকিয়া ১০৫ মোবাইলটি থেকে অনলাইন পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। যা কিপ্যাড মোবাইলের ইতিহাসে এই প্রথম।
এছাড়াও থাকছে ৮০০ অ্যাম্পিআরের ব্যাটারি যা ফোনটিতে দীর্ঘ সার্ভিস লাইফ দেবে বলেই আশাবাদী সকলে। আপাতত দুটি রঙে পাওয়া যাবে যথাক্রমে নীল ও কালো।
ছবি সংগৃহীত