ন্ডারের দ্বিতীয় বৃহত্তম উৎসব দীপাবলি, সেজে উঠছে শহর থেকে গলি:
10 November 2023
3 Viewed 3
দীপাবলি হলো আলোর উৎসব। অন্ধকার দূর করতে এবং চারিদিকে আলোয় আলোয় ভরিয়ে দিতেই দয়াময়ী মা কালীর আগমন হয়। কথায় আছে কালো জগতের আলো। তাই আমাদের মা কালো হয়েও চিরকাল আলোর উৎস হয়ে আমাদের ধরাধামে নেমে এসেছেন।
প্রতি বছর দুর্গোৎসবের ঠিক কুড়ি দিন পর পালন হয় দীপাবলি। শুধু বাঙালি নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে মেতে ওঠে। হিন্দিতে দিওয়ালিও পালন হয় ধুমধাম করে।
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তের তারকাদের দিওয়ালির ছবি উঠে আসছে। শুধু তারকা নয় দুর্গাপুজোর মন খারাপের রেশ কাটাতে সাধারণ মানুষও আলোর উৎসবে মেতে ওঠেন। পুরো বাড়ি রাস্তাঘাট সেজে ওঠে আলোর বহরে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D