দেখতে দেখতে শুরু হলো নতুন বছর ২০২৪। তার প্রথম দিনটিও পার হয়েছে। চড়ুইভাতি, হুল্লোড়, নাচগান ইত্যাদির মধ্যে শুরু হলো নতুন বছর। আর এই বছরের ক্যালেন্ডার জুড়ে রয়েছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ। চলুন দেখে নিই সেইসব উৎসবের দিন গুলি:
যেকোনো সালের শুরুর উৎসব হলো সরস্বতী পূজা। আর এই পুজকেই বাঙালির ভ্যালেন্টাইন ডে বলা হয়। যেটি এবছর ১৪ই ফেব্রুয়ারি ইংরেজি ভ্যালেন্টাইন ডে এর দিনই হবে। দোল উৎসবে অনুষ্ঠিত হবে ২৫ শে মার্চ। ১৩ই এপ্রিল অনুষ্ঠিত হবে পয়লা বৈশাখ।
বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো আর এই দুর্গাপুজো অনুষ্ঠিত হবে ৮ই অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত। অর্থাৎ ৮ই অক্টোবর ষষ্ঠী, ৯ই অক্টোবর সপ্তমী, ১০ই অক্টোবর অষ্টমী, ১১ই অক্টোবর নবমী এবং ১২ই অক্টোবর দশমীর প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে উৎসবের শেষ হবে। এবং নভেম্বরের এক তারিখে হবে দীপাবলী অর্থাৎ আলোর উৎসব।