না ফেরার দেশে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান:
9 January 2024
13 Viewed 13
মাত্র ৫৫ বছর বয়সেই ভারতের শাস্ত্রীয় সঙ্গীত জগৎ থেকে মুছে গেলেন ওস্তাদ রশিদ খান। মাস কয়েক আগে শারীরিক অসুস্থতা নিয়ে দেশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যেতে শুরু করলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২০২৪ এর প্রথমেই দুঃসংবাদ এলো সঙ্গীত জগতে। মঙ্গলবার দুপুরে জীবনাবসান হয় ওস্তাদ রশিদ খানের।
কয়েকবছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রশিদ খান, তবে গত বছর নভেম্বরের শুরুতে হঠাৎই মাথায় স্ট্রোক করে এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা স্থিতিশীল হতে শুরু করলেও দুঃসংবাদ আসে এদিন দুপুরেই।
জন্মগত বাঙালি না হলেও হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও তিনি বহু গান গেয়েছেন। বরাবরই সঙ্গীতে ডুবে থাকা এবং সেরকম পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পীর সৃষ্টি থেকে গেলো তাঁর গুণমুগ্ধ শ্রোতা দের জন্য।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D