পার্লামেন্টে শুরু হয়েছে শীতের অধিবেশন। চলতি শীতকালীন অধিবেশনে নিয়ম লঙ্ঘন এবং সভায় চিৎকার এবং নিরবতা ভাঙ্গনের অভিযোগে সাসপেন্স করা হলো ১৪১ জন বিরোধী সাংসদকে।
বিতাড়িত প্রত্যেক সাংসদই বিরোধীপক্ষের হওয়ায় শাসক পক্ষের সামনে বিরোধী পক্ষ একপ্রকার দুর্বল হয়ে পড়েছে। দুই সভা অর্থাৎ বিধান সভা এবং রাজ্য সভা মিলিয়ে ২০০ জন সাংসদ আর উপস্থিত থাকবেন বলেই ধারণা। এদিন প্রশ্ন উত্তর পর্বের শুরুর আগেই স্পিকার ও চেয়ারম্যানের অবমাননার জন্যই রাজ্যসভার স্পিকার ওম বিড়লা সাংসদ দের বরখাস্ত করেন।
এবং নিয়ম মতো তাঁরা আর সংসদের কোনো কাজে অংশ নিতে পারবেন না এমনকি সংসদের সীমানায় তাঁদের ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই ঘটনায় শীতকালীন অধিবেশনে শাসক শিবিরকে প্রশ্নবাণে বিদ্ধস্ত করতে বিরোধীপক্ষ প্রায় শূন্যে পরিণত হয়েছে। বাকি এখনও কিছু দিন কি ঘটে সংসদে তাঁর দিকেই নজর সকলের।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D