বঙ্গোপসাগরে বুকে সৃষ্টি এবং বর্তমানে শক্তি সঞ্চয় করতে থাকা নিম্নচাপ হলো মিজাউং। বর্তমানে এর অবস্থান বঙ্গোপসাগরে হলেও আগামী রবিবারের মধ্যেই এটি সাইক্লোনের আকারে ভূমিতে পদার্পণ করবে বলেই জানিয়েছেন মৌসুম অফিস।
এর গতিবেগ অন্ধ্রপ্রদেশ - তামিলনাড়ু উপকূল বরাবর হলেও এর মৃদু প্রভাব আসতে চলেছে বাংলাতেও। এর জেরেই রবিবার পর্যন্ত একটু একটু করে তাপ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং রবিবারের পর বৃষ্টি এবং ঠান্ডার আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম বঙ্গ বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় বারো মাসে তেরো পার্বণ এর মতো পর পর ঘূর্ণি ঝড়ের আগমন হয়। আর এটি হলো চতুর্থ তম। আবহাওয়া বদলে শীতের শুরু হবে বলেই আশঙ্কা। এতে সূচনা হবে শীতের। তবে এখনও নিশ্চিত কিছু জানাচ্ছে না মৌসুম ভবন।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D