বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে, ফিফা ক্রমতালিকার ৬১ নম্বরে থাকা মহাশক্তিশালী কাতারের কাছে চরম হার ফিফা ক্রমতালিকার ১০২ নম্বরে থাকা ভারতের। দিন পাঁচেক আগে কুয়েতের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলে কুয়েতকে ১-০ গোলে হারালেও আজ ভুবনেশ্বর এর কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বের প্রথম সারির দলগুলির অন্যতম "কাতারের" বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি ভারত, ৩-০ গোলে সুবিশাল হার ভারতের।
এদিন খেলার প্রথম থেকেই চাপে ছিল ভারতীয় দল, খেলার প্রারম্ভিক মুহূর্ত থেকেই বেশ নড়বড়ে দেখাচ্ছিল দলের গোলরক্ষক অমরিন্দর সিংহ কে, যার ফলে ম্যাচের প্রথমেই পিছিয়ে পড়েন ঝিংঘানরা, আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন জটলার মধ্যে একটা গোল করেন কাতারের মুস্তফা। শক্তিশালী এই দলের বিরুদ্ধে এভাবে পিছিয়ে পরেও উঠে আসার চেষ্ঠায় কোনো কমতি রাখেনি ভারতীয় দল। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে কাতার।
খেলার দ্বিতীয়ার্ধে তাণ্ডব শুরু করে কাতার, একদম শুরুতেই দ্বিতীয় গোলটি পেয়ে যান কাতারের মইজ আলী। ক্রমাগত পিছিয়ে পড়তে থাকে সুনিলরা, তা সত্বেও থেমে থাকেনা তারা প্রাণপনে লড়াই চালাতে থাকলেও , শেষ পর্যন্ত পেরে উঠলেন না সুনীল , সাহালরা। ৮৭ মিনিটের মাথায় আরও এক গোল হজম করে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হতে হলো তাদের, কলিঙ্গ স্টেডিয়ামে নেমে এলো শোকের ছায়া।
তাহলে কি ঘরের মাঠে ৩-০ গোলে এই সুবিশাল হারের জন্য বিশ্বকাপের বাছাই রাউন্ডের লড়াইয়ে বড়ো রকমের ধাক্কা পেতে চলেছে ভারত?