সেই বিশ্ব জয়ের রাত এখনও আর্জেন্টিনা সমর্থক বা বলা ভালো মেসি সমর্থকদের কাছে এখনও সতেজ এবং চিরনতুন। ১৮ই ডিসেম্বর ২০২২ রাতেই হয়েছিল স্বপ্ন পূরণ। খুশির অশ্রুতে ভিজেছিল ভক্তদের চোখ। লিওনেল মেসি, যে শুরু থেকে সবসময় প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এসেছে তাঁর হাতে বিশ্বসেরার শিরোপা দেখার যে আগ্রহ, আশা ভরসা বাস্তবায়নে আনন্দে উল্লাসে মেতে ছিল ভারতীয় মেসি সমর্থকরা।
সেদিন রাতের আজ বর্ষপূর্তি। টাই ব্রেকারে আর্জেন্টিনার গোল রক্ষক মার্টিনেজের বিশেষ ভূমিকা পালন করে দল কে সেরার সেরা বানাতে সাহায্য করেন। কিন্তু প্রতিপক্ষ দলের এম বাপের প্রতিভাও ছিল চোখে পড়ার মতো ।
এটি ছিল আর্জেন্টিনার তৃতীয় টাইটেল। এবং এই ফিফা বিশ্বকাপে সব থেকে সফল টিম ব্রাজিল। শেষ বার খেলাটি হয় ২০২২ সালে এবং পরবর্তী খেলা হতে চলেছে ২০২৬ সালে। এতদিন যাবৎ ফুটবল বিশ্বকাপে মোট ৩২ টি দল খেললেও আগামী বিশ্বকাপ থেকে তা বেড়ে হচ্ছে ৪৮টি দল। অর্থাৎ বিশ্বের সেরা হতে গেলে লড়তে হবে আরও ৪৭ টি দলের সাথে।
ছবি সৌজন্যে ফিফা ফেসবুক হ্যান্ডেল।