ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্থানের। ভারতের রেকর্ড ছিল এখনও অবধি পাকিস্থান বিশ্বকাপে ভারতকে একবার ও হারাতে পারেনি। যেটা এতদিন ছিল ৭ বনাম ০। আর আজকের খেলার পর সেই ব্যাবধান বেড়ে হলো ৮ বনাম ০।
শুরুতে ব্যাট করতে নেমে প্রথমে পাকিস্তান ক্রিকেট দল ভালো খেললেও ১৫৫ রানে দুই উইকেট থেকে হুড়মুড় করে দশ উইকেটে মাত্র ১৯১ রান তুলতে সক্ষম হয়। এক্ষেত্রে ভারতীয় বোলারদের দাপট থেকে বাঁচতে পারেনি পাকিস্তান দল। এখনও অবধি ৮ বার মুখোমুখি হলেও পাকিস্তান দল এখনও একবারও ভারতকে হারাতে পারেনি। নেটিজেনদের বিশ্বাস কখনো পারবেও না।
এই সহজ টার্গেট তাড়া করতে নেমে স্বভাবতই ভারতীয় টিমকে বিচলিত হতে হয়নি। রোহিত শর্মা একাই তোলেন ৮৬ রান তাও আবার মাত্র ৬৩ বলে।যার মধ্যে ছিল ছটা ছয় ও ছটা চার। তবে সবে ডেঙ্গু থেকে সুস্থ হওয়া শুভমান গিল এবং কিং বিরাট কোহলি দুজনেই ১৬ রানে আউট হন। পরবর্তীতে রোহিত শর্মা আউট হওয়ার পর শ্রেয়াশ আইয়ারের অনবদ্য অর্ধশতক এবং সাথে কে এল রাহুলের যুগলবন্দী মাত্র ৩০.৩ ওভারেই ভারতকে ২০২৩ বিশ্বকাপের তৃতীয় জয়টা এনে দেয় সহজেই।
ভারত পর পর তিনটি ম্যাচেই জয়লাভ করাতে দলের সকলের এবং দেশবাসীর আত্মবিশ্বাস বেড়েছে। তাহলে কি বিশ্বখ্যাতি আসবে এবার ঘরে? ভারতের আগামী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, তবে প্রতিপক্ষকে হালকা করে নিচ্ছেনা ভারত। তবে আমাদের নীল সেনারা বিশ্বের আকাশে সূর্যের মতো চমকাবেই, এই আশাতেই আমরা সকলে।