আগামী ৫ই নভেম্বর রান মেশিন বিরাট কোহলির জন্মদিন, আবার ওইদিনই কলকাতার ইডেন গার্ডেনস- এ ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ। পরিবার পরিজন ছেড়ে ন্যাশনাল ডিউটিতে থাকবে কিং কোহলি।
তবে প্রতিটি ভারতীয় এবং তাঁর ফ্যানেরা এই দিন ভুলে থাকে কি করে? বর্তমান ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্রের অবদান আমৃত্যু মনে রাখবে সকলেই। আট থেকে আশি সব বয়সের মানুষদের আইডল হয়ে উঠেছেন যিনি এদিন তাঁর ৩৫ বছরের জন্মদিন।
আর এই দিন টিকেই স্মরণীয় করে রাখবে ইডেন। যেখানে একটি বিশেষ কেক কাটার অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে খবর এসেছে। এছাড়াও থাকছে শুধুমাত্র বিরাট কোহলিকে উদ্দেশ্য করে লেজার শো এবং রকমারি বাজি প্রদর্শনী।
এখানেই থেমে থাকছেনা বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন শোনা যাচ্ছে ওইদিন ফ্যানদের জন্য ৭০০০০ বিরাট কোহলির ছবি দেওয়া মাস্ক ও দেওয়া হবে। সব মিলিয়ে কোহলির জন্মদিনে বিরাট আয়োজন।