পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করতে নেমে মাত্র তিনটি বল করার পরই হার্দিক তাঁর পায়ে মোচড় খান এবং গোঁড়ালিতে চোট পান। সাথে সাথেই ভারতীয় দলের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করলেও পরবর্তীতে তাঁকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয় পরবর্তী চিকিৎসার জন্য।
এরপর চিকিৎসকরা জানায় যে চোট লাগলেও তা গুরুতর নয় এবং তিনি চলতি বিশ্বকাপে পুনরায় ভারত শিবিরে যোগ দিতে পারবেন শুধু প্রয়োজন স্বল্প বিশ্রামের। সেই জন্যই ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচে পান্ডিয়া খেলেননি।
তবে আগামী ২৮তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর নামার কথা ছিল। তবে সেই সিদ্ধান্তে চিকিৎসকরা দাঁড়ি টেনেছেন। জানা যাচ্ছে গ্রুপ লীগের আগামী দুটি ম্যাচেও হার্দিক পন্ডিয়া খেলবেন না। তবে শেষ দুটি লীগের খেলায় সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যাবে।
তবে এ নিয়ে আশঙ্কার চিন্হ নেই বললেই চলে কারণ নিঃসন্দেহে হার্দিক ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু এখনও পর্যন্ত ভারত নাম্বার টেবিলের সবার উপরে অবস্থান করছে। তাই দুশ্চিন্তা না থাকলেও চিন্তা আছেই। প্রথমে সেমি ফাইনাল পরে ফাইনালে ভালো পারফম্যান্স দিলে তবেই ট্রফি আসবে ঘরে।
ছবি সংগৃহীত।