গাজা প্রশাসনের তরফে জানা গেছে গতকাল গাজার আল - আহলি আল - আরাবী নামক একটি হাসপাতালে বম্ব হামলা করে ইজরাইল যার ফল স্বরূপ ৫০০ জন মানুষের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে মৃতদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিলেন আশ্রয়হীন। তবে ইজরাইলের তরফে বলা হয়েছে এই হামলায় ইজরাইলের সাথে কোনো যোগ নেই ওই স্থানে গাজার হামাস গোষ্ঠীর অসাবধানতায় একটি বম্ব পড়ে দুর্ঘটনাটি ঘটিয়েছে। চলতি যুদ্ধের এটিই গাজায় সবথেকে বড়ো হত্যা হামলা।
গাজার সাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন হামাসের ইজরাইলের শহর গুলিতে হামলার সময় থেকে। যেহেতু ইজরাইলের উত্তর সীমান্ত গাজা থেকে মাত্র ২৫কিলোমিটার দূরে তাই গত সপ্তাহেই ইজরাইল সরকার ইজরাইলের উত্তর দিকে বসবাস করা মানুষদের বাড়ি ছেড়ে দক্ষিণ দিকে সরে যেতে নির্দেশ দিয়েছিলেন।তাও মৃত্যু মিছিল আটকাতে পারেনি কেউই।
গাজার তরফে জানা হয়েছে মঙ্গলবার প্রায় ১১৫টি স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানে হামলা হয়েছে। যার ফলে গাজার বেশিরভাগ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বন্ধ আছে। এবং এও জানা যাচ্ছে ইজরাইল থেকে জল, ওষুধ, জ্বালানি পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধাবস্থার শেষ কোথায় তার কোনো খোঁজ করো কাছে নেই।
ছবিতে হসপিটালের বাইরে মৃতদেহের সারি। ছবি সৌজন্যে: গুগল