২০২১ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা হয়তো সর্বমোট ৮ টি দলের মধ্যে, কিন্তু ২০২২ সালের সংস্করণ এ আরও দ্বিতীয় দল যুক্ত করা হয়, সেগুলি গুজরাট টাইটানস এবং লখনৌ সুপার জয়েন্টস। বরাবর আইপিএল এর দুই স্টার টিম হলো ধোনির চেন্নাই সুপার কিংস এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই শক্তিশালী দলকে সমানে সমানে টক্কর দিচ্ছে নতুন তৈরি হওয়া এই টাইটানসরা। ২০২২ সালে তৈরি হওয়া এই দল প্রথম বারেই আইপিএলের চ্যাম্পিয়ন হয়। এরপর দ্বিতীয় বারে ২০২৩ সালে ফাইনালে উঠলেও তাদের সামনে থেকে জয় ছিনিয়ে নেয় ধোনির সুপার কিংস। শুরুতেই মুম্বাই ইন্ডিয়ান্স এর স্টার প্লেয়ার হার্দিক পন্ডিয়া গুজরাটের এই দল কে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পায়। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই শোনা যায় গুজরাটের অধিনায়ক হার্দিক পণ্ডিয়ার পুরনো দল মুম্বাইতে ফিরে আসা নিয়ে, কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আজকে প্রকাশিত প্রত্যেকটি দলের সংরক্ষিত তালিকায় দেখা যায় গুজরাট টাইটানস হার্দিক পান্ডিয়া কে নিজেদের ক্যাপ্টেন হিসাবেই রেখেছেন। এক কথায় তারা কোনো কিছুর বিনিময়ে তাদের ট্রফি জয়ী অধিনায়ক কে ছাড়তে নারাজ। এদিকে এও শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি কেও চেন্নাই এর দল নিজেদের অধিনায়ক হিসেবে সংরক্ষণ করে রেখেছেন। আইপিএল ২০২৪ এ কোন দল কতখানি শক্তিশালী হলো টা জানা যাবে আগামী ১৯ শে ডিসেম্বর এর অকশন এ। সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে আইপিএল ২০২৪।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D