ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো গত কয়েক বছরে ভারতকে বিশ্বের দুয়ারে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে মহাকাশ যান নামতে সক্ষম হয়েছে। তবে এতদিন পর্যন্ত ইসরোর একটি মাত্র স্পেস পোর্ট ছিল। স্পেস পোর্ট মানে যেখান থেকে মহাকাশ যান গুলিকে মহাকাশে পাঠানো হয়।
প্রথম স্পেস পোর্টটি স্থাপন করা হয় ১৯৭৯ সালে, অন্ধ্রপ্রদেশের শৃহরিকোটাতে। যেখানে বর্তমানে দুটি কার্যমান লঞ্চ পোর্ট আছে। যেখান থেকেই বিখ্যাত চন্দ্রযান ৩ ও আদিত্য এল - ১ এর উৎক্ষেপণ হয়।
তবে ২০২২ সালে ইসরোর পক্ষ থেকে জানানো হয় যে তাঁদের দ্বিতীয় স্পেস পোর্ট স্থাপন করা হবে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কুলাসেখারাপাতনাম শহরে। জানা যায় প্রায় ২৩৫০ একর জমির উপর এই স্পেস পোর্টটি স্থাপন করা হবে।
সম্প্রতি পাওয়া খবর থেকে জানা যাচ্ছে পোর্টটির কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই উদ্বোধন করে চালু করা হবে। জানা যাচ্ছে এখন শুধু মাত্র একটাই লঞ্চ পোর্ট স্থাপন করা হচ্ছে। তবে ধীরে ধীরে সংখ্যা বাড়ানো হবে বলেই জানা গেছে।
এভাবেই ভারত একদিন জগৎ সভায় বিশ্ব আসন লবে তা বলাই বাহুল্য।