চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ। আর তারই গ্রুপ পর্যায়ের দল ঘোষণা করলো আইসিসি। গ্রুপ পর্যায়ে চারটি দলে পাঁচটি করে মোট ২০ দল টুর্নামেন্টের বাছাই পর্বে যোগ দিলেও প্রতি গ্রুপের প্রথম দুইটি দল নিয়ে মোট আট দলের মধ্যে খেলা হবে মূল পর্বের। আবার এই আট দলকে দুইটি আলাদা দলে ভাগ করে দেওয়া হবে এবং প্রতি দলের টেবিলের প্রথম দুই দল অর্থাৎ চার দলের মধ্যে খেলা হবে সেমি ফাইনাল।
ইতিমধ্যেই প্রথম চারটি গ্রুপ A, B, C ও D তে ভাগ করা হয়েছে কুড়িটি দলকে। এর মধ্যে A দলে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড , কানাডা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। B দলে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নাম্বিয়া, স্কটল্যান্ড এবং ওমান। C দলে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউ জিনিয়া এবং সর্বশেষ গ্রুপ D তে আছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড এবং নেপাল।
উক্ত চারটি গ্রুপের বেস্ট দুই দল করে মোট ৮টি দল খেলবে মূল পর্বের টুর্নামেন্টটি।
ছবি সংগৃহীত।