এশিয়ার প্রথম দেশ হিসেবে কেপটাউনে জয় নিশ্চিত করলো ভারত:
4 January 2024
5 Viewed 5
চলছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দুইটি ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজ। এই দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে লজ্জা জনক হার হয় ভারতের।তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয় কেপটাউনে।
কেপটাউন স্টেডিয়াম এমন একটি স্টেডিয়াম যেখানে আজ অবধি কোনো এশিয়ান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় লাভ করতে পারেনি। বরাবর বোলিংয়ের অনুকূলে থাকা এই স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ইনিংসে মহম্মদ সিরাজ তুলে নেন ৬টি উইকেট।
পরে ব্যাটে নেমে ভারতীয় দল ১৫৩ রানে অলআউট হয়। এক্ষেত্রে পরপর শূন্য রানে আউট হয় ভারতের চার ব্যাটসম্যান। যা একপ্রকার আকাশ থেকে পড়ার মতো ঘটনা ক্রিকেট প্রেমীদের কাছে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৭৬ এই ফুরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর ভারতের জন্য লক্ষ্য দাড়ায় ৭৯ রান। যা তিন উইকেটের বিনিময়ে খুব সহজেই তুলে নেয় ভারত। এর সাথে সাথে ম্যাচ ড্র হলেও কেপটাউনে নতুন ইতিহাস রচনা হয় ভারতের নামে। এছাড়াও এই টেস্ট ম্যাচটি ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোটো ক্রিকেট টেস্ট সিরিজ হিসেবেও খ্যাতি পেয়েছে।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D