গত ২৩- শে সেপ্টেম্বর থেকে চীনের হোংযৌ- তে শুরু হয়েছে এশিয়ান গেমস ২০২৩ এডিশন যা চলবে আগামী ৮- ই অক্টোবর রবিবার পর্যন্ত। এখনো পর্যন্ত অনেকগুলি পদকই ভারতের নামে লেখা হয়েছে।
এশিয়ান গেমসের প্রথম সপ্তাহের শেষ দিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল সোনার পদক জিতে নিয়েছিলেন। এদিকে চলতি সপ্তাহের শেষেও আরও একটু সুখবর এনে দিল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। আজ ভারত ও বাংলাদেশের মধ্যে সেমিফইনালে খেলতে নেমে ভারতীয় বোলাররা বাংলাদেশী ব্যাটসম্যানদের নিজেদের স্পেলে বেঁধে ফেলে। যার ফল স্বরূপ কুড়ি ওভারের খেলায় বাংলাদেশ ৯ উইকেটের বিনিময়ে মাত্র ৯৬ রানেই নিজেদের ইনিংসের ইতি টানে।
ভারতের টার্গেট হয় মাত্র ৯৭ রানের। পাল্টা ব্যাটিং করতে নেমে ইয়াজস্বী যাইসওয়াল মাত্র চার বল খেলে শূন্য রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু ক্যাপ্টেন রুতুরাজ গাইকোআর্ড ২৬ বলে ৪০ রান এবং অপরদিকে তিলক বর্মা দুর্ধর্ষ ২৬ বলে ৫৫ রান তোলেন, যা সহজেই ভারতকে ফাইনালের দাবিদার করে তুলেছে। মাত্র ৯.২ ওভারে এক উইকেটের বিনিময়ে ভারত সহজেই ম্যাচ জিতে যায়। বাংলাদেশকে ৯উইকেটের ব্যবধানে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে।
অপরদিকে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে আফগানিস্থানকে দেখা যাবে। ফল কি হবে তার দিকেই নজর সকলের। ছবিসৌজন্যেঃ PTI