গত ২৩ শে সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস। অনুষ্ঠিত হচ্ছে চীনের হোংযৌতে। আজ ৭ই অক্টোবর পর্যন্ত ভারতের প্রাপ্ত পদক সংখ্যা ১০৭, যা সংখ্যায় ২০২২এর থেকে বেশী না হলেও মানে বেশি।
স্বর্ণপদকের সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে প্রতিযোগীদের খেলার মান। এখনও পর্যন্ত ১০৭টি পদক পেলেও সংখ্যা আরও বাড়তে পারতো। খুব ছোট ছোট কিছু দুর্ঘটনা অনেক মানুষের হৃদয়ও ভেঙেছে।
এর মধ্যে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পুরুষ ক্রিকেট দলের ফাইনাল। যার দুটি দল ছিল ভারত ও আফগানিস্থান। প্রথমে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হলেও খেলতে নেমে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন রূতুরাজ গাইকোয়াড। এরপর ভারতীয় বোলারদের স্পেলে ১৮.২ ওভারে ৫ উইকেট খুইয়ে মাত্র ১১২ রান তোলে। এরই মধ্যে বাদ সাধলো ভিলেন বৃষ্টি।
দীর্ঘ অপেক্ষার পরেও যখন বৃষ্টির হামলা থামলনা, তখন ভালো রেকর্ডের জন্য ভারতীয় ক্রিকেট দলকে জয়ী ঘোষণা করা হয়। একটু অদ্ভুত ভাবে হলেও সোনা জয় হলো ভারতের। চারিদিকে খুশির হাওয়া, রাজ্যে রাজ্যে চলছে পদকজয়ী খেলোয়াড়দের বরণ করে নেওয়ার সাজগোজ।
ছবি সৌজন্যে: Meme Central