দীর্ঘদিন চর্চায় থাকা এবং বর্তমানে বেশি বিখ্যাত দৈব শহর হলো ভারতের অযোধ্যা। তৈরি হচ্ছে রাম মন্দির। খবরের শীর্ষ বিষয় এখন সেটাই। কি থাকবে নিরাপত্তা ব্যবস্থা, কিভাবে ভিড় সামলানো হবে নানান খুঁটিনাটি তথ্য। এরই মধ্যে জানা যাচ্ছে মন্দিরের কাছেই জমি কিনেছেন বিগ বি। আর সেখানেই বানাতে চান নিজের স্বপ্নের বাড়ি।
বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন বলিউডের এক বিখ্যাত নাম। এবার সেই বিগ বি নিজেই ১৪ কোটিরও বেশি টাকার বিনিময়ে অযোধ্যায় জমি কিনলেন। এবং জানা গেছে তিনি এই জমিতে তাঁর স্বপ্নের বাড়ি বানাতে চান।
জমিটি মূলত সাত তারা অঞ্চলে অবস্থিত। অর্থাৎ সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এবং সেখানে থাকবে সব রকম বিশেষ ব্যবস্থা। সাধারণত ওই এলাকায় ভারতের বড়ো বড় অধিকর্তা ও সামনের শ্রেণীর লোকদের বাস। এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। সবার ধারণা রাম লালার ফেরার খবরে অযোধ্যা হয়ে উঠবে দৈব শহর।
ছবি সংগৃহীত।