মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে সদ্য শেষ হলো ভোট পক্রিয়া । ইতিমধ্যেই সব রাজনৈতিক শিবিরে ঝড় তুলেছে গেরুয়া শিবির। আর প্রবাদে আছে পাঁকে পদ্ম ফোটে কিন্তু সেই প্রবাদ ভুল প্রমাণ করে ২০২৩ বিধানসভা ভোটে পদ্ম ফুটলো রাজস্থানের মরুভূমিতে।
ছত্তিশগড় , মধ্যপ্রদেশের পর পদ্ম ফুটলো রাজস্থানেও। ভারতের একটি অন্যতম অঙ্গরাজ্য হলো রাজস্থান। আর এবার সেখানকার মানুষের ইচ্ছেতেই মরুভূমিতে ফুটলো পদ্ম। ১৯৯ টি কেন্দ্রে ভোট পক্রীয়া সম্পন্ন হলে শুধু ভারতীয় জনতা পার্টি পায় ১১৩টি আসনে এগিয়ে থাকে। যা অর্ধেকেরও বেশি। এরপর দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পায় ৬৯ টি আসন। তৃতীয় স্থানে থাকা ইন্ডিয়া জোট পায় ৮টি আসন। এই পরিসংখ্যান দেখে বোঝা যায় মানুষ চেয়েছে বিজেপির ক্ষমতায় আসা। জয়ী দলের সাথে বিরোধী দলের প্রাপ্ত আসনের সংখ্যার তফাৎ দেখলেই মানুষ কি চায় তার প্রমাণ পাওয়া যায়।
এই পাঁচ রাজ্যের ভোটের ফলে নড়ে চড়ে বসেছে সকল বিরোধী দল। এখনও অনেক রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে বাকি। ইতিমধ্যে বিজেপির এরকম জয় ঘুম কেড়ে নিয়েছে রাজনৈতিক মহলের।
ছবি গুগল।