কপ ২৮ সামিট হলো ইউনাইটেড নেশনের আবহাওয়া পরিবর্তন দপ্তরের আয়োজিত একটি মিটিং যেখানে আবহাওয়ার ক্রমাগত পরিবর্তনের কারণ নিয়ে আলোচনা হয়। এই বোর্ডটির সদস্য রুপে রয়েছে ২৮ টি দেশ। আর এজন্যই এর নাম কপ ২৮।
আর এবারের মিটিং টি অনুষ্ঠিত হতে চলেছে দুবাইয়ের এক্সপো সিটিতে। ১৯৯২ সালে এই কমিটির স্থাপন করা হয়। আর সেখান থেকেই প্রতি বছর নিয়ম করে এই সম্মেলনের আয়োজন করা হয়। এর লক্ষ্য হলো সমস্ত সদস্য দেশ গুলির সরকারের দ্বারা স্বাক্ষরিত হবে একটি চুক্তি যেখানে বিশ্ব উষ্ণায়নের কারণ গুলিতে নিষেধাজ্ঞা জারি এবং সাবধানতার নিয়ম জানানো হবে।
এবারের অধিবেশন টি ইতিমধ্যেই শুরু হয়েছে । এর শুরু ৩০ শে নভেম্বর হলেও চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত। উক্ত অধিবেশনে উপস্থিত থাকবে প্রতিটি দেশের সরকারি অধ্যক্ষরা। দিন দিন বাড়তি দূষণের মাত্রা নিয়ন্ত্রণেই এই চুক্তি স্বাক্ষর করা হয়।
ছবি সংগৃহীত উইকিপিডিয়া থেকে।