দিল্লির সংসদে হামলার প্রধান ষড়যন্ত্রকারী ললিত মোহন ঝাঁ ধৃত:
15 December 2023
4 Viewed 4
কিছুদিন আগে রাজধানীতে সংসদে হঠাৎ হামলায় শোরগোল পড়ে যায় চারিদিকে। এদিন এই হামলার প্রধান অভিযুক্ত ললিত মোহন ঝাঁ কে কব্জায় নেন দিল্লির স্পেশাল ব্রাঞ্চ এর পুলিশ। ইতিমধ্যেই ললিত সহ পাঁচজনকে সৎ দিনের হেফাজতে রাখা হয়েছে।
ভারতীয় দন্ডবিধি অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধেই আতঙ্কবাদি হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। ঝাঁ বৃহস্পতিবার তার এক অনুগামিকে নিয়ে কর্তব্য পাঠ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করে। এবং সেখানেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলে জিজ্ঞাসা বাদের মুখে ললিত নিজের এই ষড়যন্ত্রের ব্যাপারে স্বীকারোক্তি দেন।
এদিন শুক্রবার তাকে পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয় অভিযুক্তদের এবং সেখানেই তাদেরকে সাত দিনের জন্য তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর হাতে। পুলিশের তরফে ১৪ দিনের হেফাজত চাওয়া হলে কোর্ট তাতে সম্মতি না দিয়ে আগামী ৭ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D