শোনা যায় মা দুর্গার সাথে স্বর্গ থেকে আমাদের পূর্বপুরুষেরা আমাদের দেখতে আসেন। এবং একটানা কার্তিক মাসের এই দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত আমাদের সাথেই আমাদের চারপাশেই থাকেন। আর মা কালির আগমনের এই অমাবস্যা তিথিতে তাঁরা আমাদের ছেড়ে নিজ বাসস্থান স্বর্গলোকে চলে যান।
এই সময়ে যেহেতু তাঁরা দেহ ত্যাগ করেছেন তাই আমাদের সম্মুখে আসার জন্য তাঁদেরকে ছলনার আশ্রয় নিতে হয়। তাই বলা হয় দীপাবলির এই পাঁচদিন যদি গৃহস্থের বাড়িতে কুকুর , বিড়াল বা অন্য যেকোনো প্রাণীর আগমন ঘটে তবে তাদের কখনোই তাড়িয়ে দেওয়া উচিত নয়। বরং তাদের কিছু খাদ্য দিয়ে পরম স্নেহে বিদায় দিতে হয়।
পিতৃ পুরুষদের উদ্দেশ্যে প্রদীপও দেওয়া হয় যাতে এদিন তাদের পথের অন্ধকারে কোনো সমস্যা নাহয়। এছাড়াও টিকটিকি কেও খুব শুভ বলে মনে করা হয় এই তিথিতে। মোট কথা যদি কোনো প্রাণী আশ্রয় বা খাদ্যের আশায় আসে তবে তার যত্ন নেওয়া আমাদের কর্তব্য। এতে ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ হয়। মানুষ আশীর্বাদ প্রাপ্ত হয়। স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি ঘটে।
ছবি সংগৃহীত।