পুরাণে বলা আছে দেবতা আর অসুরদের সমুদ্র মন্থনে অমৃত নিয়ে উঠে আসেন ধনন্তরী। সাথে সমুদ্র গর্ভ থেকে উঠে আসে গড়ল যা মহাদেব একাই পান করেন এবং সমস্ত দেবতাদের অমৃত পানের সুযোগ করে দেন।
আর এই ঘটনাই ধরাধামে ধনতেরাস নামে পালন হয়ে আসছে।
কিছু নির্দিষ্ট দ্রব্যাদি কেনার জন্য আজকের দিনটি সবচেয়ে শুভ বলে গণ্য করা হয়। সোনা, রূপা, পিতল, কাঁসার গহনা বা বাসন কেনার চল রয়েছে। আরও রয়েছে একটা শুভ তিথি যেটা মেনেই সমস্ত কেনাকাটা করা বাঞ্ছনীয়।
শুক্রবার ১০ই নভেম্বর দুপুর ১২টা ৩৪ থেকে শুভ তিথির সূচনা হচ্ছে এরপর তা থাকছে পরদিন অর্থাৎ ১১তারিখ দুপুর ১টা ৫৮ মিনিট পর্যন্ত। বলা হয় এই সময়ের মধ্যে কিছু কিনলে তা শুভ দৃষ্টির আশীর্বাদ আকর্ষণ করে। সুখ ও সমৃদ্ধি ঘটায়।
সমস্ত কালো শক্তির অবসান ঘটানোর জন্য এদিনও তেরোটি প্রদীপ জ্বালানো হয়। এতে পরিবারের সকলের ভালো স্বাস্থ্য কামনা করা হয়।
ছবি সৌজন্যে গুগল