আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল ২১ শে অক্টোবরের মধ্যেই আরব সাগরে তৈরি হবে অতি শক্তিশালী সাইক্লোন তেজ। ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করে শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়ে উঠছে তেজ। বলা বাহুল্য সে নিজের তেজ বাড়িয়েই চলেছে। সাধারনত ৬০কিমির বেশি বেগে হাওয়া বইলে তাকে সাইক্লোন বলা হয়। তবে তার গতিবেগ যদি ৮০-১০০ কিমির বেশি হলে তাকে অতি শক্তিশালি বলে ঘোষণা করা হয়। তেজ ও সেরকমই।
তবে এর প্রভাব সরাসরি বঙ্গের উপর আসবেনা বলেই জানা গেছে। ২২অক্টোবর সন্ধার পর ওমান এবং ইয়ামেন উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে বলেই খবর। রবিবার এর পূর্ণ রূপ ধারণ করবে বলেই মৌসম ভবনের খবর। তবে ঝড়ের গতিপথ সংলগ্ন এলাকার প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব ভেস্তে যাবে বলেই আশঙ্কা ছিল কিন্তু তা আশঙ্কা নেই বলেই ধরে নেওয়া যায়। সব মিলিয়ে আনন্দে উৎসবে কোনো ঘূর্ণি ঝড়ের অসুরের প্রভাব পড়বেনা।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D