চোটের কারণে আইপিএল ২০২৪ এ হার্দিক পাণ্ডিয়ার অনিশ্চয়তা, শোরগোল মুম্বাই শিবিরে:
23 December 2023
21 Viewed 21
সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে চোট পাওয়ার কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা থেকে বাদ পড়েছেন সদ্য নির্বাচিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। নেহাত ছোটো চোট না হওয়া দরুন এতো জল্পনা এবং সমালোচনার পর মুম্বাই ইন্ডিয়ান্সে আসা এই তারকা অধিনায়ক হয়তো খেলবেন না আইপিএল ২০২৪ এও।
আর এই খবর সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়েছে মুম্বই শিবিরে। আইপিএলের অনুরাগীদের মধ্যেও হইচই পড়েছে। রোহিত শর্মা পুনরায় অধিনায়কত্ব নেবেন কিনা তা নিয়েও এক প্রকার জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
এই খবর ছড়িয়ে পড়ার পর বুমরাহর একটি ইনস্টাগ্রাম স্টোরি সামনে আসে সেখানে ভাইরাল হওয়া একটি গানের কয়েক লাইন তিনি লেখেন। এছাড়াও সূর্য কুমার যাদবের স্টোরিতেও একটি বড়ো হৃদয় চিন্হ দেখা গেছে। আর তা নিয়ে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ঝড় উঠেছে। তবে এসব আদেও আইপিএল ২০২৪ ঘিরে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় কেউই।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D