সদ্য ভারতীয় পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হলো বিধানসভার ভোট। উক্ত ভোট পক্রিয়ায় অংশ নিয়েছিল তেলেঙ্গানা, ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান সহ মধ্যপ্রদেশ। আর সেই নির্বাচনের ফল বেরোতেই হুলুস্থুল গোটা দেশে। পাঁচটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্যেই নাটকীয় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি ওরফে বিজেপি। আর সেই তিনটি রাজ্যের মধ্যে অন্যতম হল মধ্যপ্রদেশ।
রাজ্যের মোট ২৩০ টি কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। প্রতি কেন্দ্রেই নির্দিষ্ট সব রাজনৈতিক দলগুলি নিজেদের মনোনীত প্রার্থীদের ভোট প্রার্থী হিসেবে বেছে নেন। আর সেখানে বিজেপি দলটি একা নিজে ১৬৩ টি আসনে জয়লাভ করে। আর ভারতীয় জাতীয় কংগ্রেস মাত্র ৬৬ টি আসন লাভ করে। অর্থাৎ প্রায় একশো আসনের জয় আসে বিজেপির ঝুলিতে। এছাড়া অন্যান্য পেয়েছে একটা আসন। এত বড় ব্যবধানে যে ভারতীয় জনতা পার্টি জিতবে তা আশা করেননি অনেকেই। তবে মানুষের রায়েই বিরোধীদের কফিনের শেষ পেরেকটি মারা হলো সেটা নিশ্চিত।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D