এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। দুপুর দুটো থেকে খেলার সম্প্রচার শুরু হবে ভারতীয় টাইম স্ট্যান্ডার্ড অনুযায়ী।
গ্রুপ লীগের নয়টি ম্যাচের নয়টিতেই জয় লাভ করা টেবিল টপার ভারতের সঙ্গে এদিন চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের খেলা হবে। এবং দ্বিতীয় অর্থাৎ অন্তিম সেমি ফাইনাল খেলা হবে ১৬ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। তার পরই চলতি মাসের ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলাটি।
কালকের ভারতের জয়ের আশায় বুক বাঁধলেও কোথাও একটা ২০১৯ এর পুনরাবৃত্তির ভয় পাচ্ছে ভারতীয় ক্রিকেট ভক্তরা। এখনও অবধি আই সি সি আয়োজিত কোনো টুর্নামেন্টের নকআউট ম্যাচেও ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের জয় নিশ্চিত করতে পারেনি তাই আনন্দ উত্তেজনা এবং ভয়ও ডানা বাঁধছে সকলের মনে।
এবারের পুরো ইভেন্ট জুড়ে ভারতীয় দলের পারফরমেন্স ছিল প্রসংশনীয়, যেমন ব্যটার তেমন বোলার। আর তাদের প্রতিভার জন্যই আয়োজক দেশ ভারত এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। কালকের ম্যাচে একই রকম পারফরম্যান্স আশা করছে সকল ভারতবাসী।
ছবি সৌজন্যে গুগল।