আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় যা ধীরে ধীরে আরও ভয়ানক আকার নেবে বলেই ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। তবে এখনও অবধি ঝড়ের গতিবেগ এবং গতিপথ সম্পর্কে এখনও জানা যায়নি।
তবে নাম মিচাউং কেনো? বলা হয় একের পর এক ঘূর্ণিঝড় তথা বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রতিটি নিম্নচাপের নাম আগেই ঠিক করা থাকে। আর এইনাম করেন উপসাগরের তীরবর্তী দেশগুলি।
আর এবারের নাম দেওয়া হয়েছে মায়ানমারের তরফে যা তাদের আঞ্চলিক ভাষায় দেওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করতে পারে তবে সেটি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তার আসল চেহারা ধারণ করবে বলেই ধারণা। তবে এর গতিপথ বাংলাদেশ মুখী হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বাংলার ক্ষয় ক্ষতির আশঙ্কা অনেক কম।
আমি পর্না মন্ডল, শব্দ ডট ইনের একজন প্রতিবেদন লেখিকা। দেশ, বিদেশের রাজনীতি, বিদ্রোহ, খেলাধুলা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটির সম্পর্কে সমস্ত ট্রেন্ডিং খবর পেতে আমার প্রোফাইলে লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ☺️D