শুরুতেই টস জিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্থান। প্রথমেই ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ঝড়ের সামনে তাসের ঘরের মতো আফগানিস্তানের ব্যাটিং অর্ডার কিছুটা ভেঙে পড়লেও পরে শহীদি ৮০(৮৮) ওমারজাই ৬২(৬৯) আফগানিস্তানকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। তবে তাতেও আঘাত হানে কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া। এরপর একে একে সমস্ত আফগানিস্তানি ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরত পাঠায় ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে জাসপৃত বুমরাহ নিজের বুম বুম ম্যাজিক দেখান এবং দশ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। যা ভারতকে একটি ২৭৩ রানের সহজ টার্গেট তাড়া করার সুযোগ এনে দেয়।
সেকেন্ড ইনিংসে রান তাড়া করতে নেমে ৮৪ বলে ১৩১ রান করেন ক্যাপ্টেন রোহিত শর্মা, তাঁর আজকের আক্রমরণাত্বক খেলা সবার মনে আশার আলো জাগিয়েছে। ২০১৯ বিশ্বকাপের সেই ভিন্টেজ রোহিত শর্মার সেই বিধ্বংসী মার পুরো পৃথিবী আবার সাক্ষী রইলো। রোহিত শর্মা হয়ে গেলেন বর্তমান খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে সব থেকে বেশি শতকের অধিকারী।
রোহিত শর্মাকে সাথ দেন শ্রেয়স আইয়ার এবং তিনি ৪৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে রশিদ খানের স্পেলে আউট হয়ে ফেরত যান। এরপর বিরাট কোহলির অর্ধশত রানে ভর করে ভারত মাত্র ৩৫ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে ।