এই বুধবার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলতি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল খেলা হলো। যেখানে মোহাম্মদ শামির দখলে থাকে সাতটি উইকেট, বলাই বাহুল্য যে তাঁর প্রতিভাতেই ভারতের সামনে খুলে গেলো ফাইনালের দরজা। তাই ম্যান অফ দা ম্যাচেও ঘোষণা হয় শামির নাম।
আর টসে জিতে রোহিত শর্মা ব্যাট করতে নেমে যে ঝর তুলে দিয়ে গেছিলেন তার তুলনা হয়না। আর সেটারই পিছু নিয়ে শুভ্মণ গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং কে এল রাহুল তুলে দেন ৩৯৮ রান।
এর মধ্যে শ্রেয়াস আইয়ার এবং বিরাট কোহলি দুটো গুরুত্বপূর্ণ শতক করেন। এর সাথে বিরাট কোহলি করেন তাঁর ৫০ তম এক দিবসিও ক্রিকেটের শতক যা ক্রিকেট ইতিহাসে এই প্রথম। তাঁর পরেই আছেন সচিন তেন্ডুলকর আর তাঁর ঝুলিতে আছে ৪৯ টি শতক।
এরই সাথে সচিনের আরও একটি রেকর্ড ভেঙে দেন বিরাট। একটি বিশ্বকাপে সর্বেচ্চ রান তোলার ক্ষেত্রে এখনও সব থেকে বেশি রান তুলেছেন বিরাট কোহলি বর্তমানে তার রান ৭১১*। এক্ষেত্রেও তাঁর পরেই রয়েছেন সচিন তেন্ডুলকর। বিরাটের এই চমৎকার রেকর্ড ভাঙার ক্ষমতার প্রশংসা করেছেন স্বয়ং সচিন তেন্ডুলকর।
ছবি সৌজন্যে রোহিত শর্মার ফেসবুক হ্যান্ডেল।