গত দুদিন ধরে সমাজ মাধ্যমে একপ্রকার হুলস্থুল পরে গেছে।চর্চার শীর্ষে এখন মালদ্বীপ বনাম লক্ষাদ্বীপ ট্রেন্ড। এর পিছনের কারণ কি? জেনে নিন:
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি তাঁর লক্ষাদ্বীপ সফরের কিছু ফটো নিজের এক্স অর্থাৎ টুইটারে পোস্ট করে ওই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন। কিছু পরেই মালদ্বীপের তিন মন্ত্রী সেই পোস্টের কমেন্টে লক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য্যকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা করেন। এবং উল্লেখ করেন তাঁদের এই মতামত প্রকাশে কোনো ভাবেই কোনো দেশকে অবমাননা করা হয়নি।
আর এই মন্তব্যের পরেই রাগে ক্ষুদ্ধ ভারতীয় ভ্রমন পিপাসুরা বয়কট করতে শুরু করেছেন মালদ্বীপকে। ভ্রমণই যে দেশের অর্থনীতির বড়ো ভাগ বহন করে এবং তার মধ্যে ভারতীয় ভ্রমন পিপাসুদের যোগদান অন্য অনেক বড় দেশের থেকেও বেশি সেখানে ওই তিন মন্ত্রীর মন্তব্যে নিজেদের মালদ্বীপ বেড়াতে যাওয়া বাতিল করতে শুরু করেছে সকলে।
শুধু এখানেই শেষ নয় ভারতীয় দের থেকে এরূপ প্রতিক্রিয়া পেয়ে মালদ্বীপ সরকার ইতিমধ্যেই ওই তিন মন্ত্রী কে ইতিমধ্যেই বরখাস্ত করেছেন। এতেও মন গলেনি কারো। বলিউড তারকারাও এর বিরুদ্ধে মুখ খুলেছেন এবং অন্তর্দেশিও ভ্রমন বাড়ানোর জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন।
ছবিতে লক্ষাদ্বিপ (সংগৃহীত ছবি)।