১৯৪৯ সালের ২৮শে আগস্ট ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষণার পর থেকেই ৭ই ডিসেম্বর এই দিনটি ভারতীয় সশস্ত্রবাহিনী পতাকা দিবস বলে পালিত হয়ে আসছে। কথায় পতাকা দিবস বলা হলেও সম্পর্ক নেই পতাকার সাথে, তাহলে কেনো পালন হচ্ছে এই দিনটি? জেনে নিন,
আমাদের জন্মভূমি আমাদের মায়ের সমান ভারত। ইংরেজ আমল থেকে শুরু করে আজও তাঁর রক্ষাকর্মে নিজেদের নিয়োজিত রেখেছে ভারতের বীর সন্তানেরা। মায়ের অধিকারের জন্য কোনো ভয় ডর ছাড়াই ঝাঁপিয়ে পড়েছে লড়াইয়ে। বহুমূল্য স্বাধীনতা এনেছে মায়ের জন্যে। স্বাধীনতার যুগ থেকে শুরু করে বর্তমান বৈদেশিক শত্রুর হাত থেকে দেশ মাকে রক্ষা করতে তাঁর সীমানায় আকাশ পথে, জল পথে ও স্থল ভাগে পাহারা দিয়ে চলেছে তাঁর সুযোগ্য সন্তানেরা। সময়ে অসময়ে তাঁরা নিজেদের লক্ষ্যে অবিচল থেকে নিজেদের প্রাণও দিয়েছে দেশের স্বার্থে। নিজের পরিবার পরিজন ছেড়ে থেকেছে বা পাড়ি দিয়েছে পরপারে।
আর তাদের এই বলিদানের জন্যই আমরা ভারতের সাধারণ নাগরিকরা হেসে খেলে দিন পার করতে পারছি। হয়তো জানিও না যে আমাদেরই কোনো এক ভাইয়ের রক্তের বিময়ে শান্তিতে নিদ্রা দিচ্ছি। সেই সব ভাইদের বলিদান মাথায় করে রাখতে এবং সেনাবাহিনীতে নিয়োজিত প্রতিটি বীরের জন্য আজকের দিনটি উৎসর্গিত করা হয়েছে।
এইদিন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের চেষ্টায় সেনাবাহিনীর স্টিকার, ছবি ,ব্যাচ বা ছবি বিক্রয় করে তুলে দেয় সেনাবাহিনীর জন্য ধার্য তহবিলে। যাতে দেশ মায়ের বীর সন্তানদের উন্নতির কাজে এই টাকা ব্যবহার করা হয়। এছাড়াও এই টাকার একটা বড়ো অংশ ব্যবহার করা হয় অবসর প্রাপ্ত সেনাদের উন্নয়নে।
ছবি উইকিপিডিয়া: