প্রতি ৭ই ডিসেম্বর পালন করা হয় ভারতীয় সশস্ত্র সেনা পতাকা দিবস। জানেন কেনো পালন করা হয় এই দিনটি? তাহলে জেনে নিন:
ভারত আমাদের মাতৃভূমি, আমাদের আরেক মা। তাকেই দীর্ঘ সময়কাল ধরে রক্ষা করে আসছে তাঁরই বীর সন্তানেরা। কখনো কখনো দেশ এবং দেশবাসীর নিশ্চিন্তে রাতের ঘুম এনে দিতে তাঁরা নিজের জীবনও বলিদান দিয়ে এসেছে। এমনকি আজও ভারতীয় সেনারা সেই একই কাজ করে আসছেন। তাঁরা শুধু স্থলভূমি নয় বরং আকাশপথ এবং জলপথেও দেশের সীমানায় তীক্ষ্ম বাজের দৃষ্টি ফেলে রেখেছেন। দেশকে রক্ষা করছেন।
তাঁদের এই অক্লান্ত বলিদান দেশের প্রতি এই গভীর ভালবাসার সম্মান জানাতেই ১৯৪৯ সালের ২৮শে আগস্ট ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা ৭ই ডিসেম্বর দিনটিকে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী পতাকা দিবস বলে ঘোষণা করা হয়। এই দিনটি শহীদ এবং পাহারারত সেনা জওয়ানদের সম্মান করার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
এইদিন ভারতীয় নাগরিকরা সেনাবাহিনীর সারা বছরের বলিদানের জন্য তহবিল সংগ্রহের জন্য উদ্ধুদ্ধ হয়। তাঁরা সেনাবাহিনীর ব্যাচ , স্টিকার, টুপি, বা আরও অন্যান্য সামগ্রী বিক্রয় করে এই তহবিলে তুলে দেয় ভারতীয় সেনাদের আরও উন্নতির উদ্দ্যেশে।
ছবি উইকিপিডিয়া।