প্রতি বছর ৪ই ডিসেম্বর দিনটি ভারতীয় নৌসেনা দিবস হিসেবে পালন করা হয়। বলা হয় সমস্ত ভারতীয় শহীদ এবং আমাদের দেশের রক্ষার ক্ষেত্রে নৌসেনার গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণীয় করে রাখার জন্যই এই দিনটি উৎসর্গ করা হয়েছে। ১৯৭১ সালের ইন্দো পাকিস্তান যুদ্ধে যেসব ভারতীয় বোলারদের বীর সেনারা শহীদ হন মূলত তাদেরকে শ্রদ্ধা জানাতে ভারত সরকারের পক্ষে নৌসেনা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ৪ই ডিসেম্বর কেনো? জানা যায় ১৯৭১ সালে যুদ্ধে এই দিনেই ভারতীয় নৌসেনারা পাকিস্তানের চারটি নৌজাহাজ জলে ডুবিয়ে দেয় এবং প্রাণ নেয় বহু পাকিস্তানি নৌসেনার। আর তাদের এই বীরত্বের কথা সকলের মনে যাতে দাগ কাটে সে জন্যই ৪ই ডিসেম্বর দিনটিকে নৌসেনা দিবস ধরা হয়।
এইদিন ইন্ডিয়া গেটের সামনে বিশাল সমারোহে প্যারেডের এবং দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে ভারত মায়ের বীর সন্তানদের স্মরণ করা হয়। বাচ্চা থেকে সব বয়সী মানুষদের জন্য খুলে দেওয়া হয় ভারতীয় নৌসেনার কোনো একটি জাহাজ। এবারের ভারতীয় নৌসেনা দিবসের থিম হলো "পরিচালনা, দক্ষতা এবং অনুশীলনের মাধ্যমে সামুদ্রিক রাজ্যের সমস্ত মিশন সফল করা"।
ছবি গুগল।