সম্প্রতি রাজস্থান গভর্নমেন্ট উদয়পুরকে ভারতের প্রথম জলাভূমির শহর হিসেবে গড়ে তুলতে চাইছে। সেভাবেই সাজিয়ে তোলা হচ্ছে উদায়পুরকে, এবং খুব শীঘ্রই হয়তো এটি তৈরিও হয়ে যাবে।
যেহেতু উদয়পুর পাঁচটি বড় বড় হ্রদ যথা পিচলা, ফতেহ সাগর, রং সাগর, স্বরূপ সাগর এবং দুধ তলায় দিয়ে ঘেরা। ভেনিসের মতো উদয়পুরকে জলের শহর বললেও ভুল হবেনা। উদয়পুরের নিজস্ব সৌন্দর্যে এতদিন ভ্রমন পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করে এসেছে, তবে এবার যদি আলাদা করে উদয়পুর জলের শহর হিসেবে সেজে ওঠে তবে মানুষের ঢল থামানো মুশকিল হয়ে পরবে বোঝাই যাচ্ছে।
রাজস্থান সরকার পরিবেশ এবং বন দপ্তরের যৌথ উদ্যোগেই এই প্রকল্পটির কাজ শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। হ্রদের শহর সেজে উঠছে নতুন ভাবে। তবে প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্বের মধ্যে ভারত একটি বিশেষ গুরুত্ব পাবে ধারণা বিশিষ্ট মহলের।