সূত্রের খবর প্রায় কুড়িটি রাজ্য থেকে সরকারি ও পাবলিক সেক্টরের কর্মীরা পুনরায় পুরানো পেনশন স্কিম চালু করার এবং নতুন পেনশন স্কিম প্রত্যাহার করার দাবিতে ধর্নায় বসেছে। দেশের কিছু জায়গায় বিক্ষিপ্ত মিছিল হওয়ার ও খবর এসেছে। কর্মচারীদের বেশিরভাগই দাবি করেছেন যে নতুন পেনশন স্কিমে তাদের বঞ্চিত করা হচ্ছে, এবং এতে তাদের একটা ঝুঁকিপূর্ণ অবসর জীবনের সম্মুখীন হতে হবে।
গত ১ই এপ্রিল ২০২৩- এ এই নতুন পেনশন বিল সবার সামনে আনা হয় যেখানে বলা হয় জানুয়ারি ১, ২০০৪ এর পর যারা তাদের কর্মজীবনের শুরু করেছেন তারা প্রত্যেকেই এই নতুন বিলের অধীনে থাকবেন।
পুরানো পেনশন স্কিমে কোনো কর্মচারী তাঁর কর্মজীবনের শেষ মাসে যা বেতন পেতেন তার পঞ্চাশ শতাংশ তিনি অবসর নেওয়ার পর প্রতিমাসে পেতেন এক্ষেত্রে তাদের পুরো কর্মজীবনের মাসিক আয় থেকে কোনো টাকা কাটা হতনা, কিন্তু নতুন পেনশন স্কিমে বলা হয়েছে এক ব্যাক্তির তার কর্মজীবনের প্রতি মাসের বেতন থেকে চোদ্দো শতাংশ টাকা কেটে নেওয়া হবে এবং পরবর্তীতে অবসর জীবনে সেই টাকা থেকেই পেনশন দেওয়া হবে।
এছাড়াও পুরানো নিয়মে পেনশন প্রাপ্ত ব্যক্তি মারা গেলে তার নমিনী পেনশনের কিছু শতাংশ টাকা পেতেন, কিন্তু নতুন নিয়মে ওই ব্যক্তি মারা গেলে তার জমানো অর্থের পুরোটাই একবারেই নমিনীর হাতে দুলে দেওয়া হবে।
বাজেটের বিলে অতিরিক্ত চাপ কমাতেই এই নতুন নিয়ম বলেই ধরে নিচ্ছেন অভিজ্ঞদের একাংশ। তবে এর পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন কর্মচারীরা এতে তাঁদের বর্তমান ও ভবিষ্যত উভয়ই সংকটে থাকছে বলেই তাদের দাবি। ছবি সৌজন্যে : FPJ