এখন আর সাদা হলদেটে পাথুরে ভিক্টোরিয়া নয়, এ এক রঙিন ভিক্টোরিয়া। সারাদিন তার এক রূপ আর সন্ধ্যে নামলেই আরেক। কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া এখন অন্য রূপে ধরা দেবে ভ্রমন পিপাসুদের কাছে। শীত আসতে না আসতেই সেজে উঠলো ভিক্টোরিয়া।
এখন থেকে ইংরেজদের আমলে বানানো এই সৌধ দেখাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দেখা যাবে বাংলার বিপ্লবীদের নেতাজি, বিনয়, বাদল, দীনেশ থেকে শুরু করে ভগৎ সিং ছাড়াও আরো অনেককে। দেখা যাবে লাল কেল্লার ছবিও। আর এই সব চলবে থ্রি ডি শোয়ের মাধ্যমে।
আর এই শো এখন দেখা যাবে প্রতি সপ্তাহের ছয় দিন। প্রতিদিন ই এই শো দেখা যাবে সন্ধ্যে ৬.৩০ থেকে। এবং চলবে এক ঘন্টা পর্যন্ত। এর টিকিট মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। যা পাওয়া যাবে ভিক্টোরিয়ার পূর্ব গেটে বিকেল ৫.৪০ থেকে।
ছবি সংগৃহীত।