রাত পোহালেই বড়দিন ইতিমধ্যেই রাজ্য পথে আলোকসজ্জায় ঢেকেছে। রোশনাই আলোর বাহারি ঝর্ণায় চেনা কলকাতা বড়ই অচেনা লাগার উপক্রম। এরই মধ্যে চার্চ এবং পার্ক স্ট্রিট এলাকায় মানুষের ভিড় চোখে পড়ার মতো থাকে। গতবারের কিছু বিক্ষিপ্ত ঘটনা এড়াতে এবার সপ্তাহ আগে থেকেই তৎপর প্রশাসন।
২৩ তারিখ থেকেই বন্ধ করে দেওয়া হয় রাজপথের বিভিন্ন দিক। ফলে রাস্তা ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে। তাই এই সময় অফিসযাত্রী মানুষদের রাস্তায় যানজট দুর্ভোগে পড়তে হয়। এরই মাঝে যথাসাধ্য ভিড় সামলানোর চেষ্টায় দিন রাত এক করে লেগে আছে ট্রাফিক পুলিশ ও প্রশাসন।
এছাড়াও অন্যবারের তুলনায় পুলিশি টহল বাড়ানো হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়। অন্যবার ২৫০০-৩০০০ পুলিশ পাহারায় থাকলেও এবার সেটা বাড়িয়ে ৩৫০০ করা হয়েছে। নজর রাখা হচ্ছে আশপাশের হোটেল রেস্তোরাঁ গুলিতেও। বাইরে থেকে যারা ঘর ভাড়া থাকার কথা ভেবেছেন তাঁদের নামের তালিকাও লালবাজার পুলিশ আধিকারিকরা নিজের কাছে রাখছেন কোনো রকম বাজে পরিস্থিতি এড়িয়ে যেতে।
এক কথায় বর্ষবরণে আর বড়দিনে উৎসব উদযাপন আঁটঘাট বেঁধে নেমেছে কলকাতা ও পশ্চিমবঙ্গবাসি।
ছবি সংগৃহীত।