দেখতে দেখতে ২০২৩ এর একেবারে শেষে এসে পড়েছি। বাঙালির বারো মাসের তেরো পার্বণের শেষ পার্বণ উপস্থিত। আসছে ২৫ ডিসেম্বর ক্রিসমাস বা বড়দিন। দিনটি পাশ্চাত্য সংস্কৃতির উৎসব হলেও ভারতে দিনটি মহা ধুমধাম করেই পালন করা হয়। ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ওইদিন বাড়িতে বাড়িতে কেক এবং কমলা লেবু খাওয়ার চল তো আছেই। আরও আছে পশ্চিম বাংলার বাঙালিদের পার্ক স্ট্রিটের হুল্লোড়।
ইতিমধ্যেই দূর দুরান্তের মানুষ বন্ধু সজ্জন পরিবার নিয়ে যেতে শুরু করেছেন পার্ক স্ট্রিটে। কি হয় পার্ক স্ট্রিটে? পুরো কলকাতায় বড়দিন পালন হলেও কলকাতার পার্ক স্ট্রিটে বছরের শেষ সপ্তাহ বেশ মহা সমারোহে পালন হয়ে আসছে। রোশনাই দেওয়া আলো, বেলুন, পার্টি লাইট, সান্তা ক্লজ শুরু করে আলোর বাহার।
থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন পাশ্চাত্য খাবারের সম্ভার। একটা রঙিন সন্ধ্যে কাটানোর জন্য ঢল নামছে মানুষের। আনন্দ যাতে কোনো অংশে না কমে সেই জন্য তৎপর প্রশাসনও সব মিলিয়ে বছরের শেষ সপ্তাহ উদযাপনে এবার শুধু সময়ের অপেক্ষা।
ছবি সংগৃহীত।