সবেমাত্র বাঙালির সব থেকে বড়ো এবং প্রাণের উৎসব দুর্গাপুজো গেলো এর মধ্যেই টান পেঁয়াজের। ফলে অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জরাজীর্ণ ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই।
কিছুদিন আগে পর্যন্তও পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০টাকার মধ্যে থাকলেও এখন তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বাংলার বাজারে পেয়াঁজ বিকোচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। যদিও এটাই প্রথম নয় এর আগেও একবার পেঁয়াজের দাম আগুন ছুঁয়েছিল। এবারে এই দাম বৃদ্ধির ফলে প্রভাব পড়েছে সব শ্রেণীর ক্রেতা বিক্রেতার উপর।
বাংলায় পেঁয়াজের চপের যে জনপ্রিয়তা তা অনেকাংশেই কমে এসেছে। এছাড়াও বাংলাদেশেও পেঁয়াজের দাম কার্যত আরও বৃদ্ধি পেয়েছে কারণ তাদের প্রয়োজনের প্রায় অনেকাংশ পেঁয়াজই ভারত থেকে রপ্তানি করা হয়।
তবে কেনো এই মূল্যবৃদ্ধি? উত্তর খুঁজতে গিয়ে জানা যাচ্ছে মহালয়া থেকেই বঙ্গে উৎসবের সূচনা হয় রাস্তায় নামে মানুষের ঢল এছাড়াও দশেরা, গণেশপুজো সব মিলিয়ে পুরো ভারতবর্ষ উৎসব মুখর ছিল। আর এই জন্যই সময় মত পেঁয়াজের আমদানি বা রপ্তানি হয়নি। ভিড় এবং লোকাভাবে এই অবস্থা বলেই ধারণা। এছাড়াও মরশুম শেষে বর্ষা হওয়ার কারণে চাষ জমি থেকে পেঁয়াজ তুলতেও দেরি হয়েছে। এছাড়াও কিছু অসাধু শ্রেণীর ব্যবসায়ী তো আছেই।
তবে আগামী সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলেই আশঙ্কা ব্যবসায়ী সমিতির একাংশের।