shabd-logo

বাংলায় পেঁয়াজের দামে আগুন, কবে কমবে দাম? জেনে নিন:

31 October 2023

8 Viewed 8
article-image
সবেমাত্র বাঙালির সব থেকে বড়ো এবং প্রাণের উৎসব দুর্গাপুজো গেলো এর মধ্যেই টান পেঁয়াজের। ফলে অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জরাজীর্ণ ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই।

কিছুদিন আগে পর্যন্তও পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০টাকার মধ্যে থাকলেও এখন তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বাংলার বাজারে পেয়াঁজ বিকোচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। যদিও এটাই প্রথম নয় এর আগেও একবার পেঁয়াজের দাম আগুন ছুঁয়েছিল। এবারে এই দাম বৃদ্ধির ফলে প্রভাব পড়েছে সব শ্রেণীর ক্রেতা বিক্রেতার উপর।

বাংলায় পেঁয়াজের চপের যে জনপ্রিয়তা তা অনেকাংশেই কমে এসেছে। এছাড়াও বাংলাদেশেও পেঁয়াজের দাম কার্যত আরও বৃদ্ধি পেয়েছে কারণ তাদের প্রয়োজনের প্রায় অনেকাংশ পেঁয়াজই ভারত থেকে রপ্তানি করা হয়।

তবে কেনো এই মূল্যবৃদ্ধি? উত্তর খুঁজতে গিয়ে জানা যাচ্ছে মহালয়া থেকেই বঙ্গে উৎসবের সূচনা হয় রাস্তায় নামে মানুষের ঢল এছাড়াও দশেরা, গণেশপুজো সব মিলিয়ে পুরো ভারতবর্ষ উৎসব মুখর ছিল। আর এই জন্যই সময় মত পেঁয়াজের আমদানি বা রপ্তানি হয়নি। ভিড় এবং লোকাভাবে এই অবস্থা বলেই ধারণা। এছাড়াও মরশুম শেষে বর্ষা হওয়ার কারণে চাষ জমি থেকে পেঁয়াজ তুলতেও দেরি হয়েছে। এছাড়াও কিছু অসাধু শ্রেণীর ব্যবসায়ী তো আছেই।

তবে আগামী সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলেই আশঙ্কা ব্যবসায়ী সমিতির একাংশের।

More Books by পর্ণা মন্ডল

1

এশিয়ান গেমস ২০২৩- এ ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত বেশি পদক জয়, বাজিমাত ভারত সন্তানদের:

5 October 2023
2
0
0

এশিয়ান গেমস ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে চিন দেশের হংযৌ তে, যা শুরু হয়েছে গত ২৩শে সেপ্টেম্বর এবং চলবে আগামী ৮- ই অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমসের অংশগ্রহণকারী সমস্ত দেশগুলির মধ্যে সবার প্রথমে আছে হোস্টিং দেশ

2

ভারতের মাটিতে আজ তেরো তম ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপের শুরু, সাজসাজ রব সঙ্গে টানটান উত্তেজনা:

5 October 2023
2
0
0

বাঙালির যেমন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তেমনই ক্রিকেট প্রেমীদের শ্রেষ্ঠ উৎসব বিশ্বকাপ, যা এবার অনুষ্ঠিত হচ্ছে খোদ ভারতের মাটিতেই। আজই ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আহমেদা

3

ভারত সরকারের নতুন পেনশন স্কিমের বিরোধিতায় বিভিন্ন রাজ্যের সরকারি ও পাবলিক সেক্টরের কর্মীদের সমবেত মিছিল ও ধর্না! রামলীলা ময়দান, নয়া দিল্লি:

5 October 2023
0
0
0

সূত্রের খবর প্রায় কুড়িটি রাজ্য থেকে সরকারি ও পাবলিক সেক্টরের কর্মীরা পুনরায় পুরানো পেনশন স্কিম চালু করার এবং নতুন পেনশন স্কিম প্রত্যাহার করার দাবিতে ধর্নায় বসেছে। দেশের কিছু জায়গায় বিক্ষিপ্ত মিছ

4

ভারতের বাইরে ডক্টর বি. আর. আম্বেদকরের সবথেকে বড় মূর্তিস্থাপন:

5 October 2023
1
0
0

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের সংবিধানের পিতা বাবা সাহেব আম্বেদকরের একটি মূর্তি স্থাপন করা হবে ম্যারিল্যান্ডের অ্যাকোকিক সিটি তে। যা ভারতের

5

দেশের প্রথম ফটোগ্রাফি মিউজিয়াম স্থাপন করা হলো কর্নাটকে :

5 October 2023
0
0
0

দা মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি অর্থাৎ ভারতের প্রথম ফটোগ্রাফি মিউজিয়াম স্থাপিত হলো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর মাইসর শহরে গত ৩০ বছরে ভারতবর্ষের শিল্পকলার ৩৫ শতাংশ নষ্ট হয়ে গেছে ,

6

এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দল সোনার খেতাব জেতা থেকে মাত্র একটি ম্যাচ দূরে, তবে আবারও কী সোনা আসবে ক্রিকেটে:

6 October 2023
0
0
0

গত ২৩- শে সেপ্টেম্বর থেকে চীনের হোংযৌ- তে শুরু হয়েছে এশিয়ান গেমস ২০২৩ এডিশন যা চলবে আগামী ৮- ই অক্টোবর রবিবার পর্যন্ত। এখনো পর্যন্ত অনেকগুলি পদকই ভারতের নামে লেখা হয়েছে। এশিয়ান গেমসের প্রথম স

7

বিশ্ব হাস্য দিবস :

6 October 2023
0
0
0

আমরা হয়তো অনেকেই জানিনা প্রতিবছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার সারা বিশ্ব জুড়ে পালন করা হয় হাসির দিন। এবারে সেই দিন পড়েছে ৬ই অক্টোবর। হাসি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দুঃখ, কষ্ট, বন্ধুত্ব,

8

এশিয়ান গেমস ২০২৩ এর সেমিফাইনালে ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়ার অপ্রত্যাশিত পরাজয়, ভেঙে গেলো সোনার স্বপ্ন:

6 October 2023
0
0
0

প্রায় এক বছরের ব্যবধানে প্রতিযোগিতামূলক কুস্তিতে ফিরেছেন বজরং পুনিয়া এর জন্য তার একটা মানসিক চাপ ছিলই একথা অস্বীকার করার জায়গা নেই। তবে গত কয়েক ম্যাচ পরপর নিজের নামে করে নেন। কিন্তু এশিয়ান গেমসে

9

এশিয়ান গেমসে ভারতের একশো পদক জয়, পুরুষ ক্রিকেট দলের সোনার জয়:

7 October 2023
2
0
0

গত ২৩ শে সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস। অনুষ্ঠিত হচ্ছে চীনের হোংযৌতে। আজ ৭ই অক্টোবর পর্যন্ত ভারতের প্রাপ্ত পদক সংখ্যা ১০৭, যা সংখ্যায় ২০২২এর থেকে বেশী না হলেও মানে বেশি।স্বর্ণপদকের সং

10

শনিবার ইসরায়েলের উপর হামাসের সবথেকে বড় হামলা, হতাহতের সংখ্যা বিশাল:

8 October 2023
1
0
0

গত শনিবার প্যালেস্তাইনের ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন ইজরাইলের উপর এখনও পর্যন্ত সবথেকে বিধ্বংসী হামলা চালিয়েছে। যাতে তিনশোর অধিক মানুষের মৃত্যুর খবর এখনও অবধি পাওয়া গেছে আহতও একশোর বেশি, হতাহতের সংখ্য

11

ইজরাইলের উপর হামাসের মারণ হামলা, কি অবস্থা এখন ইজরাইলের মানুষের একনজরে চতুর্থ দিনের আপডেট:

10 October 2023
0
0
0

গত ৭ই অক্টোবর প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাস প্রথম ইজরাইলের উপর মারণ আক্রমণ করেন। হামলা পাল্টা হামলা, মৃত্যু মিছিল, নিখোঁজ আত্মীয় পরিজনদের খুঁজে পেতে হাহাকারের মাঝে দেখতে দেখতে কেটে গেছে চারটি দিন।

12

শুরু হয়েছে ভারতের বিশ্বকাপ যাত্রা, আগামীকাল দ্বিতীয় লড়াই প্রতিপক্ষ আফগানিস্থান

10 October 2023
0
0
0

গত ৮ই অক্টোবর ভারতের ২০২৩ বিশ্বকাপের প্রথম খেলা অনুষ্ঠিত হয় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। খেলার প্রথম অর্ধে ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়া কে ১৯৯ রানে বেঁধে ফেললেও বিধ্বংসী অস্ট্রেলিয়ান বোলারদের স

13

বিশ্বকাপ যুদ্ধের ভারতের দ্বিতীয় ম্যাচ, বুমরাহ- রোহিত- বিরাট ম্যাজিক:

11 October 2023
0
0
0

শুরুতেই টস জিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্থান। প্রথমেই ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ঝড়ের সামনে তাসের ঘরের মতো আফগানিস্তানের ব্যাটিং অর্ডার কিছুটা ভেঙে পড়লে

14

১২৮ বছর পর ২০২৮ লস্ অ্যাঞ্জেলাস অলিম্পিক্স- এ হতে চলেছে ক্রিকেটের প্রত্যাবর্তন:

12 October 2023
0
0
0

সর্বশেষ অলিম্পিক আয়োজন হয়েছিল ২০২০ সালে, এবং আগামী অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছরে অর্থাৎ ২০২৪ সালে। কিন্তু এরই মধ্যে খুশির খবর এলো ক্রিকেটপ্রেমীদের জন্য।১২৮ বছর পরে আবার হয়তো ক্রিকেটকে ফেরা

15

দেবীপক্ষের শুরু, খুশির আমেজ বাঙালির মনে:

13 October 2023
1
0
0

রাত পেরিয়েই মহালয়া, সূচনা দেবীপক্ষের। কথায় আছে মহালয়ার ভোরেই দেবী দুর্গা বাহন সিংহে চেপে স্বর্গ মর্ত পাতাল অসূর মুক্ত করেন। শুরু করেন শুভ সৃষ্টির।পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের শুরু। এরপরই আসবে ব

16

লজ্জার হার পাকিস্তানের, ফের পাক বধ, আট - শূন্যে এগিয়ে ভারত:

14 October 2023
0
0
0

ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্থানের। ভারতের রেকর্ড ছিল এখনও অবধি পাকিস্থান বিশ্বকাপে ভারতকে একবার ও হারাতে পারেনি। যেটা এতদিন ছিল ৭ বনাম ০। আর আজকের খেলার পর সেই ব্যাবধান বেড়ে হলো

17

ইসরোর দ্বিতীয় স্পেস পোর্ট স্থাপন হতে চলেছে তামিলনাড়ুতে:

15 October 2023
0
0
0

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো গত কয়েক বছরে ভারতকে বিশ্বের দুয়ারে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে মহাকাশ যান নামতে সক্ষম হয়েছে। তবে

18

ভারতের প্রথম জলাভূমির শহর কোথায় গড়ে উঠতে চলেছে জানেন? আসুন দেখে নিই এক নজরে:

16 October 2023
0
0
0

সম্প্রতি রাজস্থান গভর্নমেন্ট উদয়পুরকে ভারতের প্রথম জলাভূমির শহর হিসেবে গড়ে তুলতে চাইছে। সেভাবেই সাজিয়ে তোলা হচ্ছে উদায়পুরকে, এবং খুব শীঘ্রই হয়তো এটি তৈরিও হয়ে যাবে।যেহেতু উদয়পুর পাঁচটি বড় বড়

19

আগামী ২১ শে অক্টোবর শনিবার উড়বে গগনযান, ইসরোর প্রথম মানুষবাহী মহাকাশ যান:

17 October 2023
1
0
0

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো (ISRO) তাঁদের গগন যান মিশনের মাধ্যমে প্রথমবারের জন্য মহাকাশে মানুষ পাঠানোর একটি ট্রায়াল দিতে চলেছে আগামী শনিবার। জানা গেছে কয়েকজন মানুষের একটি দলকে ৪০০ কিলো

20

কালো দিন গাজায় হামলা হাসপাতালে, মৃত ৫০০ জনেরও বেশি:

18 October 2023
2
0
0

গাজা প্রশাসনের তরফে জানা গেছে গতকাল গাজার আল - আহলি আল - আরাবী নামক একটি হাসপাতালে বম্ব হামলা করে ইজরাইল যার ফল স্বরূপ ৫০০ জন মানুষের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে মৃতদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিলে

21

ফের বাঘ বধ, চতুর্থ জয় ভারতের:

19 October 2023
1
0
0

চলতি অক্টোবরের ৫ তারিখ থেকে ভারতে শুরু হয়েছে পুরুষদের বিশ্বকাপ খেলা, আজ ছিল এই টুর্নামেন্টে ভারতের চতুর্থ ম্যাচ। গত তিনটি ম্যাচে ভারত তিনটি ম্যাচেই জয়লাভ করে।আজও তার ব্যতিক্রম হয়নি। আজ বৃহস্পতিবার

22

ভারত বনাম বাংলাদেশ ম্যাচে প্রশ্নের মুখে বিরাট কোহলির শতরান:

20 October 2023
1
0
0

বৃহস্পতিবার পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ১৭ তম ম্যাচ খেলা হয়েছে। যেখানে ভারত ও বাংলাদেশ একে ওপরের প্রতিপক্ষ দল হিসেবে অংশ নিয়েছিল। বাংলাদেশ প্রথমে ২৫৬ রানে তাঁদের ইনিংস শেষ করলে ২৫৭রানের লক্ষ্য তাড়া কর

23

ধেয়ে আসছে তেজ, পুজোতে ভাসবে কলকাতা? চলুন জেনে নিই কি বলছে আবহাওয়া দপ্তর:

21 October 2023
0
0
0

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল ২১ শে অক্টোবরের মধ্যেই আরব সাগরে তৈরি হবে অতি শক্তিশালী সাইক্লোন তেজ। ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করে শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়ে উঠছে তেজ। বলা বাহুল্য সে ন

24

বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা , ছড়িয়ে আছে মৃত দেহাংশ:

24 October 2023
0
0
0

গত সোমবার ওপার বাংলা তথা বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে যাত্রীবাহী একটি ট্রেন এবং একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি ল

25

খেলা থেকে ছিটকে গেলেন ভারতের হার্দিক পণ্ডিয়া? জেনে নিন নতুন আপডেট:

25 October 2023
1
0
0

পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করতে নেমে মাত্র তিনটি বল করার পরই হার্দিক তাঁর পায়ে মোচড় খান এবং গোঁড়ালিতে চোট পান। সাথে সাথেই ভারতীয় দলের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করলেও পরবর্তীতে তাঁকে বেঙ্

26

ক্রমবর্ধমান মাইকেল স্টার্ক :

26 October 2023
2
0
0

চলতি পুরুষ বিশ্বকাপে স্টার্ক এক অনবদ্য এবং অনন্য রেকর্ড করেন। বলা ভালো স্ট্রেক ধরে রাখেন। যেখানে তিনি তাঁর ক্রিকেট জীবনে খেলা বিশ্বকাপ ম্যাচে পরপর ২৩ টি ম্যাচে অন্তত একটি হলেও উইকেট তুলে নিয়েছেন। চলত

27

নোকিয়া নিয়ে এলো এক অনন্য আবিষ্কার, যা ডিজিটাল ইন্ডিয়াকে আরও কিছুটা এগিয়ে দেয়:

27 October 2023
0
0
0

এই বৃহস্পতিবার ফিনল্যান্ডের এইচ এম ডি গ্লোবাল কোম্পানি যাঁরা নোকিয়া স্মার্টফোনগুলো প্রস্তুত করেন তাঁরাই নোকিয়া ১০৫ নামের ক্লাসিক ফিচারের একই ফোন বাজারে আনার ঘোষণা করেন।যেখানে মাত্র ৯৯৯ টাকার অফার প্

28

আজ চন্দ্রগ্রহণ জেনে নিন সবিস্তারে:

28 October 2023
1
0
0

আজ কোজাগরী লক্ষ্মীপুজোর রাতেই হবে ২০২৩এর শেষ চন্দ্রগ্রহণ। কথিত আছে প্রতি আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে গৃহস্থের বাড়ি বাড়ি আসেন। যার জন্য প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই প্রতি দুর

29

বিশ্বকাপের সেমিফাইনলে ভারত, শতরানে পরাজিত ইংল্যান্ড :

29 October 2023
0
0
0

ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেও ভারতের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলোনা ইংল্যান্ডও। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলেও ক্যাপ্টেন রোহিত শর্মা নিজ

30

কোহলির জন্মদিনে "বিরাট" আয়োজন:

30 October 2023
0
0
0

আগামী ৫ই নভেম্বর রান মেশিন বিরাট কোহলির জন্মদিন, আবার ওইদিনই কলকাতার ইডেন গার্ডেনস- এ ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ। পরিবার পরিজন ছেড়ে ন্যাশনাল ডিউটিতে থাকবে কিং কোহলি।তবে প্রতিটি ভারতীয় এবং তাঁর ফ্

31

বাংলায় পেঁয়াজের দামে আগুন, কবে কমবে দাম? জেনে নিন:

31 October 2023
1
0
0

সবেমাত্র বাঙালির সব থেকে বড়ো এবং প্রাণের উৎসব দুর্গাপুজো গেলো এর মধ্যেই টান পেঁয়াজের। ফলে অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জরাজীর্ণ ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই।কিছুদিন আগে পর্যন্তও পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০টাক

32

কিং খানের ৫৮ তম জন্মদিন:

2 November 2023
0
0
0

প্রতি বছর ২রা নভেম্বর শাহ রুখ খানের বাংলো মান্নতের সামনে ভিড় জমায় হাজার হাজার অনুরাগীরা, তাঁদের উদ্দেশ্য একটাই প্রিয় তারকার জন্মদিনে অন্তত একবার হলেও সামনে থেকে তাঁকে দেখা এবং শুভেচ্ছা বার্তা দেওয়

33

অপরাজিত ভারত, ৩০২ রানে লঙ্কা জয় ভারতের:

2 November 2023
1
0
0

এ যেনো রামায়ণের পুনরাবৃত্তি, আবারও লঙ্কা জয়। চোখের সামনে যেনো এশিয়া কাপের ফাইনাল হচ্ছে। হ্যাঁ আজ ক্রিকেট বিশ্বকাপের ৩৩তম ম্যাচ খেলা হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, যেখানে পুনরাবৃত্তি এশিয়া কাপ ফাইনাল

34

১০ বছর পর আবার ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল:

3 November 2023
1
0
0

আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালের জুন মাসে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক দেশ হিসেবে থাকবে ইউনাইটেড আরব এমিরেটস এবং ওয়েস্ট ইন্ডিজ।আজ এশিয়ান কোয়ালিফায়ারের সেমি

35

বৃষ্টির আগমনে সমীকরণ বদলে গেলো বিশ্বকাপের:

4 November 2023
1
0
0

বিশ্বকাপ প্রায় শেষ, এর মধ্যে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের খেলার আয়োজন করা হয়। যেখানে প্রথমেই ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪০২ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। এবং এক

36

জারি রইলো দাপট, অপরাজিত ভারত:

5 November 2023
0
0
0

আজ কলকাতার ইডেনে খেলা হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা, যা চলতি বিশ্বকাপের মোট ৪৮ ম্যাচের মধ্যে ৩৭ তম। বোঝাই যাচ্ছে বিশ্বকাপ প্রায় শেষের দিকে। আজকের ম্যাচে টস জিতে ভারত প্রথম ব্যাট করার সিদ্ধান্ত ন

37

আসছে ধনতেরাস, ধনদেবীর আরাধনায় মাতবে বাঙালি রইলো সুখবর:

6 November 2023
0
0
0

প্রতিবছরই কালীপুজোর দুদিন আগে ধনতেরাস উৎসবে মেতে ওঠে বাঙালি। এবারেও তার অন্যথা হচ্ছেনা। আগামী শুক্রবার ১০ই নভেম্বর ধনতেরাসের শুভ সূচনা যার শুভক্ষণ পরদিন অর্থাৎ শনিবার সকাল পর্যন্ত থাকবে।ধনসম্পদের দেবী

38

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম টাইম আউট হলেন কোনো ব্যাটসম্যান, লজ্জাজনক ক্রিকেট বাংলাদেশের:

7 November 2023
0
0
0

চলতি ক্রিকেট বিশ্বকাপে ঘটে গেলো এক লজ্জাজনক ঘটনা। নিন্দার ঝড় ক্রিকেট মহলে। গত ৬ই নভেম্বর সোমবার চলতি ক্রিকেট বিশ্বকাপের ৩৯ তম ম্যাচ খেলা হলো অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। যেখানে

39

আবার খুশির খবর, হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী ভারতের মেয়েরা:

7 November 2023
0
0
0

২০১৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার পরের অপেক্ষার শেষ হলো। ২০২৩ মহিলা হকি চ্যাম্পিয়নশিপের বিজয়ী হলেন ভারতীয় অগ্নিকন্যারা।এই রবিবার খেলা হলো মহিলা হকি চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর এবারের ফাইনালিস্ট দুই দল

40

২০২৩ বিশ্বকাপের প্রথম দুই শত রান, ম্যাক্সওয়েল ম্যাজিক:

7 November 2023
0
0
0

চলতি বিশ্বকাপের ৩৯ তম ম্যাচে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯২ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। যেখানে জর্ডান শতরান করেন।

41

রাজপুত্রের সিংহাসনে আরোহণ, আইসিসির ওডিআই ক্রিকেটে ব্যাটসম্যানদের রাঙ্কিংয়ে এক নম্বরে শুভ্মান গিল:

8 November 2023
0
0
0

দীর্ঘ দু বছর ধরে ওডিআই রাঙ্কিংয়ে রাজত্ব করছিলেন পাকিস্তানের বাবর আজম। কিন্তু চলতি বিশ্বকাপে শুভ্মন গীলের বিদ্যুৎ গতির পারফরমেন্স বাবরকে সিংহাসন চ্যুত করে দিলো। এই বুধবার প্রকাশিত আইসিসি ওডিআই ব

42

প্রায় নিশ্চিত চলতি বিশ্বকাপের চতুর্থ সেমি ফাইনালিস্ট:

9 November 2023
0
0
0

চলতি বিশ্বকাপে চারটি সেমি ফাইনালিস্ট দলের মধ্যে প্রথম তিনটি দল হিসেবে আয়োজক দেশ ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার জায়গা নিশ্চিত হলেও চতুর্থ স্থান কে পাবে তা নিয়ে সংশয় ছিল নিউজিল্যান্ড, পাকিস্থা

43

ন্ডারের দ্বিতীয় বৃহত্তম উৎসব দীপাবলি, সেজে উঠছে শহর থেকে গলি:

10 November 2023
1
0
0

দীপাবলি হলো আলোর উৎসব। অন্ধকার দূর করতে এবং চারিদিকে আলোয় আলোয় ভরিয়ে দিতেই দয়াময়ী মা কালীর আগমন হয়। কথায় আছে কালো জগতের আলো। তাই আমাদের মা কালো হয়েও চিরকাল আলোর উৎস হয়ে আমাদের ধরাধামে নেমে এস

44

দীপাবলীর কালী আরাধনার শুভক্ষণ কখন জেনে নিন:

10 November 2023
0
0
0

কথায় আছে রামচন্দ্র যখন বনবাস থেকে স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে অযোধ্যায় ফেরেন তখন তাদের ফিরে আসা স্মরণীয় করে রাখার জন্য সকল অযোধ্যাবাসী রাজ্যের কোনায় কোনায় দ্বীপ জ্বেলে অন্ধকার তাড়িয়ে আলো এস

45

ধনতেরাসে কেনার শুভ জিনিস কোনগুলি আর অশুভ জিনিসও বা কি?

10 November 2023
0
0
0

শুক্রবার ধন দেবতা কুবেরের আরাধনায় দীপাবলির প্রথম দিনে ধনতেরাস পালন করা হয়। ধন দেবতা কে আকৃষ্ট করতে ও সমৃদ্ধি বাড়াতে এই দিন উদযাপন করা হয়। জানা যায় আজকের দিনে সোনা বা রূপা কিনলে মঙ্গল হয়। একথা সত

46

ধনতেরাসের শুভ সময়:

10 November 2023
1
0
0

পুরাণে বলা আছে দেবতা আর অসুরদের সমুদ্র মন্থনে অমৃত নিয়ে উঠে আসেন ধনন্তরী। সাথে সমুদ্র গর্ভ থেকে উঠে আসে গড়ল যা মহাদেব একাই পান করেন এবং সমস্ত দেবতাদের অমৃত পানের সুযোগ করে দেন।আর এই ঘটনাই ধরাধামে ধন

47

কোন কোন দিকে প্রদীপের দিলে সুফল বেশি জেনে নিন:

10 November 2023
0
0
0

দীপাবলি আসলে আলোর উৎসব। সমস্ত অন্ধকারের শক্তির বিনাশ করতে ধুমধাম করে এই দিনটি পালন হয়। কোথাও জ্বালানো হয় ১৪ প্রদীপ কোথাও বা অগণিত। তবে বলা হয় যদি স্থান এবং দিক বিচার করে প্রদীপ রাখা হয় তবে সংসারের

48

দীপাবলিতে মা কালীর পাশাপাশি পূজিত হন দেবী লক্ষ্মী কেনো তা জেনে নিন:

10 November 2023
0
0
0

কদিন আগেই গেলো বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর তার চার দিন পরই হলো কোজাগরী লক্ষ্মী পুজো। এর কদিনের মধ্যে আবার লক্ষ্মীর আরাধনায় কারণ হয়তো আমাদের অনেকেরই অজানা। দীপাবলির এই অমাবস্যা তিথিতে

49

আমরা কেনো দীপাবলি পালন করি:

10 November 2023
0
0
0

আমরা কেনো দীপাবলি পালন করে থাকি তার পিছনে বহু প্রচলিত মত থাকলেও অতি প্রচলিত কয়েকটি হলো এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের আশীর্বাদ দিতে আসেন। যাতে তাদের পথে অসুবিধা না হয় তাই দীপের আলোয় ভরিয়ে তোলা

50

দীপাবলির পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয় প্রদীপ, কেনো জানেন?

10 November 2023
0
0
0

দীপাবলিতে শুধু অন্ধকার দূর করার জন্য নয় বরং পূর্বপুরুষদের উদ্দেশ্যেও দেওয়া হয় প্রদীপ। বলা হয় মা দুর্গার মর্তে আরোহণের সময় তিনি তাঁর সাথে আমাদের পূর্বপুরুষদের মর্তে আনেন এবং মায়ের গমদের পরও তাঁরা

51

দীপাবলির তিথিতে কোন কোন প্রাণী শুভ? কেনো কোনো প্রাণী তাড়ালে অমঙ্গল হয়:

10 November 2023
0
0
0

শোনা যায় মা দুর্গার সাথে স্বর্গ থেকে আমাদের পূর্বপুরুষেরা আমাদের দেখতে আসেন। এবং একটানা কার্তিক মাসের এই দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত আমাদের সাথেই আমাদের চারপাশেই থাকেন। আর মা কালির আগমনের এই অমাবস্যা

52

ভুত চতুর্দশী কবে আসুন জেনে নিই এক নজরে:

10 November 2023
0
0
0

সাধারনত কালী পুজোর একদিন আগে অর্থাৎ কার্তিক মাসের চতুর্থী তিথিতে ভুত চতুর্দশী ধরা হয়। সেই নিয়মে ১১ই নভেম্বর ভুত চতুর্দশী হিসেবে গণ্য হওয়ার কথা কিন্তু ত এবার হচ্ছেনা তিথি মেনে কালী পুজোর দিনই এবার ভ

53

দীপাবলিতে চোদ্দো শাক ও চোদ্দো প্রদীপ দেওয়ার মাহাত্ম্য জেনে নিন:

10 November 2023
0
0
0

দীপাবলির পূণ্য তিথিতে খাওয়া হয় চোদ্দো শাক আর জ্বালানো হয় চোদ্দো প্রদীপ। এর পিছনে বহুল প্রচলিত অনেক তত্ব বা যুক্তি থাকলেও সব থেকে বেশি যেটা মান হয় সেটি হলো পূর্বপুরুষ দের আশীর্বাদ প্রার্থনায় এবং ম

54

দীপাবলি নামকরণের পিছনে কি ইতিহাস ছিল?

10 November 2023
0
0
0

দীপাবলি বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব হওয়ার দরুন এর ইতিহাস নিয়েও চর্চা কম হয়নি। এরূপ নামকরণের পিছনে থাকা প্রচলিত নিয়ম গুলোর মধ্যে কিছু মানুষ বিশ্বাস করেন এদিন রাম দীর্ঘ ১৪ বছর পর অযোধ্যায় ফিরে সি

55

আলোর উৎসব দীপাবলি, রাত পোহালেই মায়ের আগমন:

11 November 2023
0
0
0

আমরা সবাই জানি মা কালী হলেন দেবী দুর্গার আরেক রূপ। তিনি ধরা ধামে আসেন মর্ত বাসীর জীবনের সমস্ত অন্ধকার মুছে আলোয় ভরিয়ে দিতে। এই সময় শুধু মা কালী নন পূজিত হন দেবী লক্ষ্মী, গণেশ, কুবেরও।আগামী কাল অর্থ

56

ধনতেরাস উপলক্ষে দামী সোনার গহনা কিনেছেন? সমাজ মাধ্যমের বন্ধুদের সাথে ভাগ করে নিলেন আনন্দ? জেনে নিন কি বিপদ অপেক্ষা করছে আপনার জন্য:

11 November 2023
0
0
0

এই শুক্রবার ছিল ধনতেরাস। শনিবার দুপুর অবধি এই তিথি থাকলেও এখনও বড়ো বড়ো গয়নার দোকানের ভিড় সত্যিই চোখে পড়ার মতো। এদুদিনে যে পরিমান সোনা বা রুপোর গহনা বিক্রয় হয় তা বছরের অন্যান্য দিনের তুলনায় প্র

57

অযোধ্যায় পালন হলো সপ্তম দিপোৎসব:

11 November 2023
0
0
0

উত্তর প্রদেশের অযোধ্যায় শনিবার পালন হলো দিপোৎসব। প্রতিবছর ভুত চতুর্দশী তিথিতে এই দীপের উৎসব পালন করা হয়। প্রতিবার এইদিন সাধারণ মানুষ সর্যু নদীর পাড় বরাবর মাটির প্রদীপ জ্বালান। মানুষের ভিড় থাকে চোখ

58

২০২৩ বিশ্বকাপে অপরাজিত ভারত, নেদারল্যান্ডের সাথে খেলায় ঘটলো চমৎকার:

12 November 2023
0
0
0

আজ গ্রুপ লীগের শেষ ম্যাচ খেলা হলো ভারত ও নেদারল্যান্ডের মধ্যে। প্রথমেই ব্যাট করে ভারত নেদারল্যান্ডের জন্য ৪১১ রানের টার্গেট খাঁড়া করে। যা ভারতীয় বোলারদের সামনে তোলা যেকোনো বড়ো টিমের ক্ষেত্রেও সহজ ন

59

আসছে ভাইফোঁটা, উৎসবের ক্যালেন্ডারে ভাঁটা:

13 November 2023
0
0
0

উৎসব প্রিয় বাঙালির জীবনে বারো মাসে তেরো পার্বণ। এর মধ্যে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর সেখান থেকেই শুরু হয় বাঙালির একেরপর এক উৎসব। প্রথমে দুর্গা পুজো থেকে শুরু হয়ে পরপর হয় কোজাগরী লক্ষ্মী পুজো, ধ

60

বুধবার ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ভারত, বিশ্বজয়ের স্বপ্নে মশগুল ভারতবাসী:

14 November 2023
0
0
0

এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। দুপুর দুটো থেকে খেলার সম্প্রচার শুরু হবে ভারতীয় টাইম স্ট্যান্ডার্ড অনু

61

বিরাটের জোড়া রেকর্ড, শামি ম্যাজিকে ফাইনালে ভারত:

16 November 2023
0
0
0

এই বুধবার ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলতি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল খেলা হলো। যেখানে মোহাম্মদ শামির দখলে থাকে সাতটি উইকেট, বলাই বাহুল্য যে তাঁর প্রতিভাতেই ভারতের সামনে খুলে গেলো ফাইনালের

62

ছট পুজোর ইতিহাস:

17 November 2023
0
0
0

ছট পুজো আসলে চারদিন ব্যাপী উৎসব হলেও এই পুজোর তৃতীয় দিনটিকেই আসল হিসেবে ধরা হয়। আর সেই নিয়ম মেনেই এদিন রবিবারই ছট পুজো পালন হতে চলেছে রাজ্য জুড়ে। বলা হয় সূর্য দেব এবং সূর্য পত্নীকে আরাধনা করা হয়

63

রবিবার বিশ্বকাপের অন্তিম অর্থাৎ ফাইনাল খেলা থাকছে এক গুচ্ছ অনুষ্ঠান জেনে নিন সময়সূচি:

18 November 2023
0
0
0

এই রবিবার ১৯ শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট জগতের সব থেকে বড় উৎসব, একদিবসিয় ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। আর এবারের দুই ফাইনালিস্ট দল হলো ভারত এবং অস্ট্রেলিয়

64

স্বপ্ন ভঙ্গ একশো একত্রিশ কোটির, দুঃস্বপ্নের রাত ভারতের বুকে:

19 November 2023
0
0
0

রবিবারের অনুষ্ঠিত আয়োজক দেশ ভারত বনাম পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলো বিশ্বকাপ ফাইনাল। আর তাতে ভারতকে ছয় উইকেটে পরাজিত করে বিশ্ব সেরা হল অস্ট্রেলিয়া। এটি তাদের ষষ্ঠতম খেতাব।কার্

65

ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেন হলেন সূর্যকুমার যাদব:

20 November 2023
0
0
0

সদ্য হৃদয় ভেঙেছে ভারতের প্রতিটি মানুষের, এরই মধ্যে ঘোষণা হলো নতুন ক্যাপ্টেনের। জানা যাচ্ছে এবার সূর্যকুমার যাদব ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন। তবে রোহিত শর্মা কি সরে দাঁড়ালেন ?না তা নয়। আ

66

মহাশক্তধর কাতারের কাছে বিশাল পরাজয় সুনীল ছেত্রীদের ভারতের

21 November 2023
1
0
0

বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে, ফিফা ক্রমতালিকার ৬১ নম্বরে থাকা মহাশক্তিশালী কাতারের কাছে চরম হার ফিফা ক্রমতালিকার ১০২ নম্বরে থাকা ভারতের। দিন পাঁচেক আগে কুয়েতের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলে কুয়

67

গম্ভীর এক খুশি কলকাতা নাইট রাইডার্স শিবিরে:

22 November 2023
1
0
0

হাজার একটা জল্পনা কাটিয়ে ফের আমি কেকেআর হুঙ্কার দিলেন গৌতম গম্ভীর। যিনি কিনা আইপিএলের ইতিহাসে কেকেআরের জন্য সব থেকে বেশি সফল। তিনি একবার দলের প্লেয়ার হিসেবে (২০১২) এবং পরে দলের অধিনায়ক হিসেবে (২০১৪

68

নতুন চরিত্রে সৌরভ গাঙ্গুলি, দাদা এখন বাংলার মুখ:

23 November 2023
0
0
0

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী স্বয়ং সৌরভ গাঙ্গুলি অর্থাৎ দাদাকে পশ্চিমবঙ্গের মুখ হওয়ার জন্য ঘোষণা করেন এবং এদিনই এই বিষয়ের সমস্ত সরকারি কাগজ অর্থাৎ চুক্তি পত্রও তুলে দেওয়া হয়

69

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, আসছে মিচাউং(Michaung) :

24 November 2023
0
0
0

আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় যা ধীরে ধীরে আরও ভয়ানক আকার নেবে বলেই ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। তবে এখনও অবধি ঝড়ের গতিবেগ এবং গতিপথ সম্পর্কে এখনও জানা যায়নি।তবে নাম মিচাউং কেনো? বলা হয

70

পৃথিবীর বৃহত্তম হিমশৈল এর স্থান পরিবর্তন, প্রায় ৩০ বছর পর:

25 November 2023
1
0
0

ক্রমশ জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীতে ঘটা বিভিন্ন পরিবর্তনের মধ্যে অন্যতম হলো বৃহত্তম হিমশৈলের স্থান পরিবর্তন। দীর্ঘ ৩০ বছর পর সমুদ্রের তলভাগ থেকে সরতে শুরু করেছে পৃথিবীর বৃহত্তম হিমশৈল "এ২৩এ" , যেট

71

জল্পনার অবসান! টাইটানস এ হার্দিক পান্ডিয়া:

26 November 2023
1
0
0

২০২১ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা হয়তো সর্বমোট ৮ টি দলের মধ্যে, কিন্তু ২০২২ সালের সংস্করণ এ আরও দ্বিতীয় দল যুক্ত করা হয়, সেগুলি গুজরাট টাইটানস এবং লখনৌ সুপার জয়েন্টস। বরাবর আইপিএল এর

72

শেষপর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এ হার্দিক:

27 November 2023
1
0
0

২০২১ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা হয়তো সর্বমোট ৮ টি দলের মধ্যে, কিন্তু ২০২২ সালের সংস্করণ এ আরও দুটি দল যুক্ত করা হয়, সেগুলি গুজরাট টাইটানস এবং লখনৌ সুপার জয়েন্টস। বরাবর আইপিএল এর দুই

73

হার্দিক পন্ডিয়ার পর এবার জল্পনায় জস্পৃত বুমরহ:

28 November 2023
0
0
0

গত কয়েকদিন ধরেই আইপিএল ২০২৪ এর আগেই হার্দিক পন্ডিয়া উঠে আসেন জল্পনার শীর্ষে। শেষ মেশ গুজরাটে নিজের অধিনায়কত্ব ছেড়ে ফিরে আসেন নিজের পুরোনো দল মুম্বাইতে। ফেসবুকে আবেগঘন পোস্ট করতেও দেখা যায় পণ্ডিয়

74

অনির্দষ্টকালের বিরতির আবেদন বিরাট কোহলির, তবে কি আবারও হৃদয় ভাঙবে ক্রিকেট প্রেমীদের:

29 November 2023
0
0
0

চলতি মাসে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়ে সকল ভারতীয় যে দুঃখ পেয়েছে তা ওইদিন খেলতে নামা ভারত মায়ের এগারোজন সন্তানের ব্যাথার কাছে খুবই অল্প।আর এরপর থেকেই বিরাট ও রোহিতের খ

75

মিজাউং এর প্রভাবে বাংলার আবহাওয়ায় বদল:

30 November 2023
1
0
0

বঙ্গোপসাগরে বুকে সৃষ্টি এবং বর্তমানে শক্তি সঞ্চয় করতে থাকা নিম্নচাপ হলো মিজাউং। বর্তমানে এর অবস্থান বঙ্গোপসাগরে হলেও আগামী রবিবারের মধ্যেই এটি সাইক্লোনের আকারে ভূমিতে পদার্পণ করবে বলেই জানিয়েছেন মৌস

76

দুবাইয়ের মাটিতে শুরু হলো COP - 28 Summit :

1 December 2023
0
0
0

কপ ২৮ সামিট হলো ইউনাইটেড নেশনের আবহাওয়া পরিবর্তন দপ্তরের আয়োজিত একটি মিটিং যেখানে আবহাওয়ার ক্রমাগত পরিবর্তনের কারণ নিয়ে আলোচনা হয়। এই বোর্ডটির সদস্য রুপে রয়েছে ২৮ টি দেশ। আর এজন্যই এর নাম কপ ২৮।

77

নেট মাধ্যমে চর্চার শীর্ষে এক্ষণ নরেন্দ্র মোদী, সঙ্গে কে?

2 December 2023
0
0
0

সম্প্রতি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইরাল হাওয়া একটি ছবিতে তাঁকে বেশ হাসি মুখে দেখা যাচ্ছে এক ভদ্রমহিলার সাথে। মজা ওড়ানোর সাথে চলছে প্রশংসাও। প্রদত্ত ছবিটি আসলে ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র ম

78

IPL ২০২৪ er কনিষ্ঠ এবং জ্যেষ্ঠ ক্যাপ্টেন কারা জানেন?

2 December 2023
0
0
0

আইপিএল ২০২৪ এর শুরু হতে এখনও দুই মাসের কাছে বাকি থাকলেও ইতিমধ্যেই এর সাথে জড়িত খবরে নেট পাড়া উত্তপ্ত। একের পর এক গরম খবরে ঝর তুলছে আইপিএল ২০২৪। বিশিষ্ট খেলোয়াড়দের দল বদল থেকে নিলামে ওঠা প্লেয়ারদে

79

ক্রমবর্ধমান মহেন্দ্র সিংহ ধোনি, তিন আলাদা প্রজন্মের বিরুদ্ধে খেলছেন আইপিএল:

3 December 2023
0
0
0

মহেন্দ্র সিংহ ধোনি নামটা এমনই যা শুনলে সকলের ইমোশন জেগে ওঠে। ইনি এমন একজন মানুষ যার জন্য নব্বইয়ের দশকের ক্রিকেট প্রেমীদের মনে আলাদা একটা স্থান করে রাখা আছে। এক কথায় বলতে গেলে তিনিই একমাত্র ভারতীয় অ

80

চলছে কপ টোয়েন্টি এইট সামিট, এর পরামর্শ দাতা দলে রয়েছেন তিনজন ভারতীয় জেনে নিন কারা:

3 December 2023
0
0
0

বর্তমানে আরবের দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে কপ টোয়েন্টি সামিট। দিন দিন পরিবেশ এবং আবহাওয়ার এই বদল রুখতেই এই সমাবেশের আয়োজন করা হয়। ১৯৯৬ সাল থেকে এই সমাবেশ শুরু এবারের আঠাশ তম সমাবেশের আয়োজন করা হয়েছে

81

ভারতীয় নৌসেনা দিবস ২০২৩:

4 December 2023
0
0
0

প্রতি বছর ৪ই ডিসেম্বর দিনটি ভারতীয় নৌসেনা দিবস হিসেবে পালন করা হয়। বলা হয় সমস্ত ভারতীয় শহীদ এবং আমাদের দেশের রক্ষার ক্ষেত্রে নৌসেনার গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণীয় করে রাখার জন্যই এই দিনটি উৎসর্গ

82

পাঁচ রাজ্যের বিধাসভা ভোটে গেরুয়া ঝর, জেনে নিন বিস্তারিত:

4 December 2023
0
0
0

সদ্য পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হলো বিধানসভা ভোট। পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে মধ্যে প্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, রাজস্থান এবং ছত্তিশগড়। আর এই পাঁচটি রাজ্যের ভোটের ফলে চমকে যাচ্ছে রাজনৈতিক মহল।সব থেকে বেশি

83

সদ্য হওয়া বিধানসভা ভোটে ছত্তিশগড়ে মোদী মোদী রব:

4 December 2023
0
0
0

পাঁচটি রাজ্যে সদ্য ঘটে যাওয়া বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে। আর সেখানেই চমকপ্রবন ফল দেখিয়েছে ভারতীয় প্রধান মন্ত্রীর ভারতীয় জনতা পার্টি। তেলেঙ্গানা একটি ছোট রাজ্য এবং যার ৯০ টি কেন্দ্রে ভোট ক্রি

84

প্রবল বৃষ্টি - বিপর্যয়ের কবলে চেন্নাই, ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম:

4 December 2023
0
0
0

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসারের ওপর তৈরি হওয়া একটি নিম্নচাপ বর্তমানে পরিণত হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে যেটির নাম মায়ানমারের দেওয়া "মিগজাউম"। শোনা যাচ্ছে বঙ্গোসাগরের ওপর থেকে তৈরি হওয়া ঝড়টি প্

85

ছত্তিশগড়ের পর গেরুয়া ঝড় উঠলো মধ্যপ্রদেশে:

4 December 2023
0
0
0

সদ্য ভারতীয় পাঁচ রাজ্যে অনুষ্ঠিত হলো বিধানসভার ভোট। উক্ত ভোট পক্রিয়ায় অংশ নিয়েছিল তেলেঙ্গানা, ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান সহ মধ্যপ্রদেশ। আর সেই নির্বাচনের ফল বেরোতেই হুলুস্থুল গোটা দেশে। পাঁচটি র

86

এবার আর পাঁকে নয় পদ্ম ফুটলো রাজস্থানের মরুভূমিতেও:

4 December 2023
1
0
0

মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে সদ্য শেষ হলো ভোট পক্রিয়া । ইতিমধ্যেই সব রাজনৈতিক শিবিরে ঝড় তুলেছে গেরুয়া শিবির। আর প্রবাদে আছে পাঁকে পদ্ম ফোটে কিন্তু সেই প্রবাদ ভুল প্রমাণ কর

87

পদ্মের ঝড় সামলে এগিয়ে গেলো হাত, তেলেঙ্গানায় জয়ী ভারতীয় জাতীয় কংগ্রেস:

4 December 2023
0
0
0

পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট উপস্থাপন করা হয়। পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতেই জয়ী বিজেপি। তবে এই পদ্ম ঝড়ে উড়ে না গিয়ে তেলেঙ্গানায় জয় পেয়েছেন ভারতিয় জাতীয় কংগ্রেস । মধ্যপ্রদেশ, রাজস্থান,&nb

88

ছেলেবেলার অনেক স্মৃতি রেখে চলে গেলেন সিআইডির ফ্রেডেরিক:

5 December 2023
0
0
0

বহুল প্রচলিত এবং সকলের প্রিয় টিভি ধারাবাহিক সি আই ডি খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিস ওরফে ফ্রেডেরিক। মাত্র ৫৭ বছর বয়সেই নিভলো তাঁর জীবন প্রদীপ। সনি টিভি খ্যাত এই অভিনেতাকে ধারাবাহিকে বেশিরভাগ প্রাণোচ্ছল

89

পাঁচ রাজ্যে হওয়া বিধানসভা ভোটে তোলপাড় রাজনীতি:

5 December 2023
0
0
0

গত নভেম্বরের ৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ভারতের পাঁচটি রাজ্য যথা মিজোরাম, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে বিধানসভা ২০২৩ এর ভোট পক্রিয়া চলে। আর এরই ফল প্রকাশ পেয়েছে গত ৩রা ডিসেম্বর।

90

ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী পতাকা দিবস:

6 December 2023
0
0
0

প্রতি ৭ই ডিসেম্বর পালন করা হয় ভারতীয় সশস্ত্র সেনা পতাকা দিবস। জানেন কেনো পালন করা হয় এই দিনটি? তাহলে জেনে নিন:ভারত আমাদের মাতৃভূমি, আমাদের আরেক মা। তাকেই দীর্ঘ সময়কাল ধরে রক্ষা করে আসছে তাঁরই বীর

91

বন্যার জলে ভাসছে চেন্নাই, জারি হলো বিপদকালীন সতর্কতা:

6 December 2023
0
0
0

বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন মিগজাউম ইতিমধ্যেই আছড়ে পড়েছে দক্ষিণী উপকূলে। আর তাতেই বন্যায় ভাসছে গোটা চেন্নাই। সদ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বন্যার জলের টানে বড়ো বড় গাড়ি ভেসে চল

92

ভারতীয় সশস্ত্রবাহিনী পতাকা দিবস অথচ পতাকার সাথে সম্পর্কই নেই:

7 December 2023
0
0
0

১৯৪৯ সালের ২৮শে আগস্ট ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষণার পর থেকেই ৭ই ডিসেম্বর এই দিনটি ভারতীয় সশস্ত্রবাহিনী পতাকা দিবস বলে পালিত হয়ে আসছে। কথায় পতাকা দিবস বলা হলেও সম্পর্ক নেই পতাকার সাথে, তাহলে ক

93

কন্যা সন্তানের জন্ম দিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী:

7 December 2023
0
0
0

গত ৩০ শে নভেম্বর 2023 মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এর আগেও একবার তিনি মা হয়েছিলেন ২০২০ সালে জন্ম দিয়েছিলেন ফুটফুটে এক পুত্র সন্তানের।আর এবার ঘর আলো করে এলেন মা লক্

94

ফের বিতর্কে জড়ালেন গৌতম গম্ভীর, কার সাথে? জেনে নিন:

8 December 2023
0
0
0

চলছে ২০২৩ লেজ্ঞেন্ডস লীগ ক্রিকেটের খেলা। এত একটি টি টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হলেও এর মূল আকর্ষণ হলো এই টুর্নামেন্টে উপস্থাপন করা হয় অবসর প্রাপ্ত ক্রিকেট খেলোয়াড়দের। যাদের অনেকেরই নিজেদের কের

95

পালিত হলো ৭৫তম সশস্ত্র বাহিনী পতাকা দিবস

8 December 2023
0
0
0

গত ৭ই ডিসেম্বর দেশ জুড়ে পালিত হলো ৭৫তম সশস্ত্র বাহিনী পতাকা দিবস। এদিন দেশের সমস্ত বীর সন্তান ও শহীদ দের উদ্দ্যেশে সারা দেশের সাধারণ নাগরিকেরা সেনা বাহিনী সংক্রান্ত স্টিকার ,দেওয়াল চিত্র ব্যাগ, টুপি

96

আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে কি?

9 December 2023
0
0
0

ভারতীয় হিসেবে আমাদের সবার জেনে রাখা দরকার যে আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে কি, চলুন জেনে নিই, আর্মড ফোর্সের ফ্ল্যাগ ডে আসলে হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। যা প্রতি বছর ৭ই ডিসেম্বর পালন করা হয়ে থাক

97

SLST চাকরি প্রার্থীদের বিক্ষোভ, ১০০০ তম দিনের অপেক্ষার প্রতিবাদে মাথার চুল কামিয়ে ফেললেন মহিলা চাকরিপ্রার্থী:

9 December 2023
0
0
0

কলকাতার রাজপথে SLST চাকরি প্রার্থীদের ধর্ণার আজ ১০০০ দিন পূর্ণ হলো। পরীক্ষায় দুর্নীতি এবং যোগ্য হওয়া সত্বেও প্যানেলে নাম না থাকার দরুন ধর্নায় বসেন যোগ্য প্রার্থীরা।এরপর জলের মতো সময় বয়ে গেছ

98

সশস্ত্রবাহিনী পতাকা দিবস সম্পর্কে ধারণা:

10 December 2023
2
0
0

১৯৪৯ সালে ২৮ শে আগস্ট এদিনটি প্রথম ঘোষণা করা হয়। সেখান থেকেই ৭৫ বছর ধরে এই দিন টি পালন করে আসছে ভারতের সাধারণ নাগরিকরা। সারাবছর তারা দেশের জন্য সীমানায় দাড়িয়ে পাহারা দেয়, তাদের জন্য একটা দিন মানু

99

ভারতীয় টি টোয়েন্টি দলে বিরাট কোহলির স্থান নিয়ে জল্পনা, ক্ষিপ্ত অনুরাগীরা:

10 December 2023
0
0
0

সদ্য হৃদয় ভেঙেছে ভারতীয় ক্রিকেট দল এবং ১৩১ কোটি ভারতবাসীদের। ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফাইনালে ভারত বিশ্বজয়ের শেষ দরজা থেকে ব্যর্থ হয়ে ফিরেছে। স্বপ্ন ভেঙেছে সকলের। এর পরের লক্ষ্য টি টোয়েন্টি

100

৩৭০ ধারা মুক্ত হলো জম্মু ও কাশ্মীর:

11 December 2023
0
0
0

২০১৯ সালের জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে পুলোয়ামা জঙ্গি হামলায় নিহত হয় পঞ্চাশ জনেরও বেশি ভারতীয় জওয়ান। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। জায়গায় জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা

101

আজ ১১ই ডিসেম্বর বিশ্ব পাহাড় দিবস:

11 December 2023
0
0
0

ভ্রমণপিপাসু বাঙালি মানেই , মনের ভিতর অনবরত চলতে থাকে ঘুরতে যাওয়ার স্পৃহা, শহরের কোলাহল থেকে কদিনের জন্য মুক্তি পেতে বারে বারে ছুটে যায় কিছুদিনের নিরিবিলি জীবনের স্বাদ পেতে। সেই নিরিবিলি প্রাকৃতিক পর

102

৩৭০ ধারা বাতিল সিদ্ধান্ত বহাল, মুক্ত জম্মু ও কাশ্মীর

12 December 2023
0
0
0

২০১৯ সালের পুলোয়ামা জঙ্গি হামলা কাণ্ডের পর জারি হয়েছিল ৩৭০ ধারা। যেটি শুধুমাত্র বিপদকালিন পরিস্থিতিতেই জারি করা যেতে পারে। এর পর থেকেই ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কো

103

ট্রোলারদের ট্রোল যখন লেজেন্ডের ট্রেন্ড:

13 December 2023
0
0
0

কথায় আছে রাখে হরি তো মারে কে? আর এখানে যখন কথা মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে তখন হরি না রেখে আর পারে? সমাজ মাধ্যম জুড়ে কদিন ধরেই চোখে পড়ছিল কিছু জিনিসের নাম এবং সেই নামের অক্ষর সংখ্যা গুনে ৭ বেরোলেই ধ

104

অনুচ্ছেদ ৩৭০: মন্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী

13 December 2023
0
0
0

সম্প্রতি সংবিধানের "অনুচ্ছেদ নম্বর ৩৭০" প্রসঙ্গে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট, জানিয়েছে জম্মু কাশ্মীর এর অধিকার বিলোপ অসাংবিধানিক নয়। ৩৭০ ধারাটি সম্পূর্ন অস্থায়ী একটি বিধান, যেটি বাতিল করার অধিকার

105

মহম্মদ শামির উন্থান, মনোনীত হলেন অর্জুন সম্মানের জন্য:

14 December 2023
0
0
0

চলতি ২০২৩ বর্ষের আইসিসি আয়োজিত এক দিবসীও পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হলো ভারতের মাটিতে। সেখানেই ভারত দ্বিতীয় স্থানে শেষ করে নিজেদের সফর। আর এই গোটা সফরে আগুন প্রত পারফরম্যান্স দেন মহম্মদ শামি।

106

সংসদে হামলা, সমালোচনার মুখে সংসদের নিরাপত্তা ব্যাবস্থা:

14 December 2023
0
0
0

গত বুধবার সংসন্দে নাটকীয় এবং নৃশংস আক্রমণের ২২ বছরের পূর্তির দিনেই ফের সংসদে হামলা। পুরো ঘটনায় সমালোচনার মুখে সংসদের নিরাপত্তা ব্যাবস্থা। এদিন সংসদের নিচের ভাগে আইন বিভাগীয় একটি সভা চলাকালীন সময়ে

107

ধোনির পর এবার অবসর সাত নাম্বার জার্সির:

15 December 2023
0
0
0

বিসিসিয়াই এক অধিকর্তার তরফে জানানো হয়েছে যে বিসিসিআই তাঁর সমস্ত জুনিয়র খেলোয়াড়দের ৭ নম্বর জার্সি তাদের জন্য না চাওয়ার আবেদন করেছেন। বলা হয়েছে এই জার্সি আজ থেকে অবসর তালিকায় নথিভুক্ত হলো।বলাবাহ

108

দিল্লির সংসদে হামলার প্রধান ষড়যন্ত্রকারী ললিত মোহন ঝাঁ ধৃত:

15 December 2023
0
0
0

কিছুদিন আগে রাজধানীতে সংসদে হঠাৎ হামলায় শোরগোল পড়ে যায় চারিদিকে। এদিন এই হামলার প্রধান অভিযুক্ত ললিত মোহন ঝাঁ কে কব্জায় নেন দিল্লির স্পেশাল ব্রাঞ্চ এর পুলিশ। ইতিমধ্যেই ললিত সহ পাঁচজনকে সৎ দিনের হে

109

এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া:

16 December 2023
0
0
0

আইপিএল ২০২৪ শুরু হতে বাকি এখনও দুই মাসেরও বেশি সময়। কিন্তু এখন থেকেই জোর শোরগোল শুরু হয়েছে আইপিএল ঘিরে। কেউ অবাক করে দল বদলাচ্ছে কেউ বা তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছেন। একের পর এক ঘটনা যেনো দম ফেলার সময

110

সংসদে হামলায় থমথমে পরিবেশ, আত্মসমর্পণ মূল অভিযুক্তের:

16 December 2023
0
0
0

এদিন সংসদে হামলার মূল অভিযুক্ত ললিত ঝাঁ বৃহস্পতিবার নিজের এক সাহায্যকারী সহ থানায় গিয়ে আত্ম সমর্পণ করেন এবং হামলার কথা স্বীকার করেন। আর এর পরই তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ।এদিন দিল্লির সংসদে চলতি

111

বদলে গেলো ভিক্টোরিয়া আলোয় ফুটে উঠছে ইতিহাসের ঘটনা:

17 December 2023
0
0
0

এখন আর সাদা হলদেটে পাথুরে ভিক্টোরিয়া নয়, এ এক রঙিন ভিক্টোরিয়া। সারাদিন তার এক রূপ আর সন্ধ্যে নামলেই আরেক। কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া এখন অন্য রূপে ধরা দেবে ভ্রমন পিপাসুদের কাছে। শীত আসতে না আসতেই স

112

ললিত ঝাঁ সহ সকল অভিযুক্তদের মোবাইল ফোন উদ্ধার

17 December 2023
0
0
0

গত বুধবার সংসন্দে নাটকীয় এবং নৃশংস আক্রমণের ২২ বছরের পূর্তির দিনেই ফের সংসদে হামলা। পুরো ঘটনায় সমালোচনার মুখে সংসদের নিরাপত্তা ব্যাবস্থা। এদিন সংসদের নিচের ভাগে আইন বিভাগীয় একটি সভা চলাকালীন সময়ে

113

মেসিদের আর্জেন্টিনার বিশ্বজয়ের একবছর:

18 December 2023
0
0
0

সেই বিশ্ব জয়ের রাত এখনও আর্জেন্টিনা সমর্থক বা বলা ভালো মেসি সমর্থকদের কাছে এখনও সতেজ এবং চিরনতুন। ১৮ই ডিসেম্বর ২০২২ রাতেই হয়েছিল স্বপ্ন পূরণ। খুশির অশ্রুতে ভিজেছিল ভক্তদের চোখ। লিওনেল মেসি, যে শুরু

114

এক নজরে দিল্লির সংসদে হামলার পুরো ঘটনা:

18 December 2023
0
0
0

এদিন খোদ দিল্লির সংসদে আক্রমণ চালায় কিছু দুষ্কৃতী। প্রথমে তাঁদের নাম ও পরিচয় জানা না গেলেও ধীরে ধীরে সব তথ্য উঠে এসেছে দিল্লি পুলিশের হাতে। এদিন একদম সকালে ২০০২ সালে ঘটে যাওয়া পার্লামেন্টের উপর নরক

115

প্যাট কামিন্সের মধ্যেই কি হায়দরাবাদ দেখছে তাঁদের নতুন ক্যাপ্টেন?

19 December 2023
0
0
0

আজ অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৪ এর খেলোয়ারদের নিলাম। ইভেন্ট টি শুরু হতে দেরি প্রায় দুই মাসের কিন্তু ইতিমধ্যেই যা উত্তেজনা সৃষ্টি হয়েছে তা বড়ো বড়ো অনেক ক্রিকেট ইভেন্টকে হার মানায়। গত ২০২৩ এর আইপিএল

116

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত দামী খেলোয়াড় মিচেল স্টার্ক:

19 December 2023
0
0
0

একটা রোলার আইপিএল ২০২৪ শুরু হতে এখনও বাকি নয় নয় করে দুটো মাস। আর এই এখনই এর উত্তেজনা যেনো অনুরাগীদের রোলার কোস্টার চরার আনন্দ দিচ্ছে। কখনো আনন্দের চরম সীমায় কখনো দুঃখে রাগে হতাশার মেঘ ঢেকে দিচ্ছে ম

117

মন্ত্রীসভা থেকে বিতাড়িত এখনও অবধি ১৪১ সাংসদ:

20 December 2023
0
0
0

পার্লামেন্টে শুরু হয়েছে শীতের অধিবেশন। চলতি শীতকালীন অধিবেশনে নিয়ম লঙ্ঘন এবং সভায় চিৎকার এবং নিরবতা ভাঙ্গনের অভিযোগে সাসপেন্স করা হলো ১৪১ জন বিরোধী সাংসদকে। বিতাড়িত প্রত্যেক সাংসদই বিরোধীপক্ষ

118

সঞ্জু স্যামসনের প্রথম এক দীবসিও শতরান:

21 December 2023
0
0
0

সাউথ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকার অন্তদেশিও এক দিবসীয় তিন ম্যাচের খেলা। ইতিমধ্যেই খেলা হয়েছে এর প্রথম দুটি খেলা। আর আজ তার অন্তিম ম্যাচ খেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বলান্ড পা

119

মুখ্যমন্ত্রীর তরফে নতুন বছরে রাজ্যসরকারি কর্মচারীদের ৪% ডিএ উপহার:

21 December 2023
0
0
0

প্রায় এক বছর আগে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কর্ম ধর্মঘটের ডাক দেন ধর্নায় বসেন ডিএ বাড়ানোর দাবিতে। পরে সুপ্রিম কোর্ট রাজ্যকে কর্মচারীদের পাওনা ডিএ মিটিয়ে দেওয়ার আদেশ দেন। এবং রাজ্য

120

আসছে বড়দিন, সেজে উঠেছে কলকাতা:

22 December 2023
0
0
0

ভারতের আরও অনেক শহরের মতো কলকাতাও চিরকাল সব ধর্ম বর্ণের মিলনস্থল। সব ধর্মের মানুষ যেমন এখানে বসবাস করে তেমনই একে অপরের উৎসবে মেতেও ওঠে। আসছে ২৫ শে ডিসেম্বর, খ্রিস্টানদের প্রধান উৎসব অর্থাৎ বড়দিন। আর

121

শুরু হলো ক্রিসমাস এবং বর্ষবরণের সপ্তাহ :

22 December 2023
0
0
0

কলকাতার রাজপথ সেজে উঠেছে বড়দিন আর বর্ষবরণের উৎসবে। আর বড়দিন উদযাপনের ক্ষেত্রে কলকাতার প্রাণকেন্দ্র হয়ে ওঠে পার্ক স্ট্রিট চত্বর। পুরো কোলকাতা জুড়েই এই উৎসবে আলোয় সাজলেও পার্ক স্ট্রিটের রোশনাই এবং

122

বছর শেষে আসছে বড়দিন এবং বর্ষবরণ, আলোয় সেজেছে কলকাতা:

23 December 2023
0
0
0

দেখতে দেখতে ২০২৩ এর একেবারে শেষে এসে পড়েছি। বাঙালির বারো মাসের তেরো পার্বণের শেষ পার্বণ উপস্থিত। আসছে ২৫ ডিসেম্বর ক্রিসমাস বা বড়দিন। দিনটি পাশ্চাত্য সংস্কৃতির উৎসব হলেও ভারতে দিনটি মহা ধুমধাম করেই প

123

চোটের কারণে আইপিএল ২০২৪ এ হার্দিক পাণ্ডিয়ার অনিশ্চয়তা, শোরগোল মুম্বাই শিবিরে:

23 December 2023
0
0
0

সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে চোট পাওয়ার কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলা থেকে বাদ পড়েছেন সদ্য নির্বাচিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। নেহাত ছোটো চোট না হওয়া দরুন এতো জল্পনা

124

আজ ক্রিসমাস ইভ :

24 December 2023
0
0
0

২৫ শে ডিসেম্বর দিনটি পাশ্চাত্য সংস্কৃতির উৎসব হলেও ভারতে দিনটি মহা ধুমধাম করেই পালন করা হয়। যীশুর জন্মের আগের সন্ধ্যাকে ক্রিসমাস ইভ বলা হয় । ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ওইদিন বাড়িতে

125

বড়দিনের মরশুমে কড়া নিরাপত্তা ব্যাবস্থা কোলকাতার রাজপথে:

24 December 2023
0
0
0

রাত পোহালেই বড়দিন ইতিমধ্যেই রাজ্য পথে আলোকসজ্জায় ঢেকেছে। রোশনাই আলোর বাহারি ঝর্ণায় চেনা কলকাতা বড়ই অচেনা লাগার উপক্রম। এরই মধ্যে চার্চ এবং পার্ক স্ট্রিট এলাকায় মানুষের ভিড় চোখে পড়ার মতো থাকে। গ

126

সামনে এলো রণবীর আলিয়ার কন্যাসন্তানের ছবি:

25 December 2023
0
0
0

চলতি বছরেই সদ্য মা হয়েছেন আলিয়া ভাট। অর্থাৎ বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। তাঁর আরও একটা পরিচয় তিনি বলিউডের অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী। রণবীর আলিয়ার এক ফুটফুটে কন্যা সন্তান

127

বক্সিং ডে অথচ সম্পর্ক ক্রিকেটের সাথে, জানুন এর ইতিহাস:

26 December 2023
0
0
0

কথায় আছে বক্সিং ডে যা আপাদমস্তক শুনে মনে হবে বক্সিং খেলার দিবস। কিন্তু আদতে বক্সিং ডে যুক্ত ক্রিকেট খেলার সাথে। আর এই বক্সিং ডের পিছনে রয়েছে এক বিরাট ইতিহাস।প্রতিবছর ২৬ শে ডিসেম্বর দিনটি ইংল্যাণ্ড এ

128

বীর বাল দিবস এবং তাঁর ইতিহাস:

26 December 2023
0
0
0

আজ ভারতের মাটিতে অনুষ্ঠিত হলো বীর বাল দিবস। এটি শিখদের একটি ধর্মতসব। গতবছর অর্থাৎ ২০২২ সালে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সরকারী ভাবে বীর বাল দিবস পালনের ডাক দেন। এর পিছনে আছে এক করুন

129

ভারতের ভরাডুবির মুখে অষ্টম টেস্ট সেঞ্চুরি কে এল রাহুলের:

27 December 2023
0
0
0

গত কাল থেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে বক্সিং ডে টেস্ট ম্যাচ। ব্রিটিশ এবং খ্রিস্টান অধ্যুষিত দেশ গুলিতেই এই বক্সিং ডে পালন করা হয়। খেলা হয় টেস্ট ক্রিকেট ম্যাচ। প্রতিবছর ২৬ শে ডিসেম্বর একটি

130

সালমান খানের ৫১তম জন্মদিন

27 December 2023
0
0
0

ভারতের হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম সফল এবং প্রভাবশালী নায়ক সালমান খান আজ ৫১ বৎসরে অবতরণ করলেন। ৫১ বছর বয়সী এই নায়কের ফিটনেস এখনও অনেক মহিলার ঘুম কেড়ে নিতে পারেন। এই সুদর্শন পুরুষ একাধিক ব

131

সাউথ আফ্রিকায় প্রথম টেস্টে লজ্জার হার ভারতের:

28 December 2023
0
0
0

দক্ষিন আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হাওয়া দ্বিদলীয় অন্তদেশীও ক্রিকেট টেস্ট ম্যাচের প্রথম খেলায় হার ভারতের। একটা ইনিংস এবং ৩২ রানে জয়লাভ দক্ষিণ আফ্রিকার। প্রথমার্ধে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ব্

132

শিখর ধাওয়ানের জন্য সমবেদনা অক্ষয় কুমারের:

28 December 2023
0
0
0

দুদিন আগেই ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানের একমাত্র ছেলের জন্মদিন গেছে। তাঁকে ঘিরেই একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন বাবা শিখর ধাওয়ান। তিনি সহজে লেখেন তিনি তাঁর ছেলেকে কত ভালোবাসেন এবং কত মিস করেন। তাঁক

133

দেখতে দেখতে বছর শেষ সবার জন্য রইলো নতুন বছরের কিছু পরামর্শ:

29 December 2023
0
0
0

আর মাত্র দুটো দিন তার পরই আসবে নতুন একটা বছর জীবনকে নতুন ভাবে সাজিয়ে তোলার আরও একটা সুযোগ। পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরু করার নামই নববর্ষ। আর এই নববর্ষে কি সংকল্প নেবেন এবং তা কিভাবে অটুট রাখবেন ত

134

আসছে নববর্ষে কলকাতার সব থেকে জনবহুল দর্শনীয় স্থানগুলি জেনে নিন:

29 December 2023
0
0
0

আসছে নববর্ষ। একটা নতুন বছর ২০২৪। ২০২৩ এর সমস্ত খারাপ বিসর্জন দিয়ে শুরু হবে নতুন একটা বছর। আর বছর শুরুর সেই দিনটি উদযাপন করতে ঢল নামে কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে থাকা কিছু বিখ্যাত এবং দর্শনীয় স্থানে

135

পাকিস্তান ভ্রমণে যাওয়ার পরামর্শ ধোনির, জানুন বিস্তারিত:

30 December 2023
0
0
0

চার বছর হয়ে গেছে ধোনি জাতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে এখনও খেলছেন আইপিএল। ২০০৮ থেকেই সিএসকের অধিনায়কত্ব করে আসছেন ধোনি। এবারের আইপিএল ২০২৪ এও তাকে দেখা যাবে হলুদ জার্সিতে। এরই মধ্যে সোশ্যাল ম

136

রাত পোহালেই ৩১ শে ডিসেম্বর কলকাতার রাজপথে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা:

30 December 2023
0
0
0

দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে আরেকটা বছর আসার সময় হলো। ইতিমধ্যেই ক্রিসমাস থেকেই বাংলা ও বাঙালির সেজে উঠেছে উৎসবের আনন্দে। আলোর বহরে সেজেছে রাজপথ ও অলিগলি। ২৫ ডিসেম্বর মহা ধুমধাম করে পালন হয় কলকাতার

137

ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা ডেভিড ওয়ার্নারের:

1 January 2024
0
0
0

কদিন আগেই টেস্ট ক্রিকেটের থে অবসর ঘোষণা করেছেন। ঘরের মাঠে আগামী ৩রা জানুয়ারি নিজের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে। আর এই ম্যাচ খেলতে নামার আগেই এক দিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণ

138

নববর্ষের প্রথম দিন, লিপ ইয়ার এই বছরের বিশেষ উৎসবের দিন গুলি জানুন:

1 January 2024
0
0
0

দেখতে দেখতে শুরু হলো নতুন বছর ২০২৪। তার প্রথম দিনটিও পার হয়েছে। চড়ুইভাতি, হুল্লোড়, নাচগান ইত্যাদির মধ্যে শুরু হলো নতুন বছর। আর এই বছরের ক্যালেন্ডার জুড়ে রয়েছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ। চলুন

139

নতুন হিট অ্যান্ড রান আইনে খুদ্ধ বড়ো গাড়ির চালকরা, প্রতিবাদে ধর্না:

4 January 2024
0
0
0

সদ্য সংশোধন করা হয়েছে হিট আন্ড রান আইন। রাস্তায় বেপরোয়া যান চলাচলে লাগাম দিতেই এই আইন পাশ করা হয়। একক কথায় বলা ভালো পথ দুর্ঘটনা কমানোই এই আইনের মূল লক্ষ্য। অনেক সময় ফাঁকা রাস্তায় বেপরোয়া যান চ

140

এশিয়ার প্রথম দেশ হিসেবে কেপটাউনে জয় নিশ্চিত করলো ভারত:

4 January 2024
0
0
0

চলছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দুইটি ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজ। এই দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে লজ্জা জনক হার হয় ভারতের।তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয় কেপটাউনে।কেপটাউন স্টেডিয়াম এমন একটি

141

নতুন হিট আন্ড রান আইনে কী শাস্তি জেনে নিন:

5 January 2024
0
0
0

সদ্য হিট অ্যান্ড রান আইন সংশোধন করা হয়েছে। যা নিয়ে দেশ জুড়ে বড়ো গাড়ি চালক ধর্নায় বসেছেন টানা দুদিন ধরে। আর এই নতুন আইন কিভাবে কার্যকরী হয় কখন কার্যকরী হয় এবং এর শাস্তি কি আসুন জেনে নিই,হিট অ্য

142

ঘোষণা হলো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ লীগের দল:

5 January 2024
0
0
0

চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ। আর তারই গ্রুপ পর্যায়ের দল ঘোষণা করলো আইসিসি। গ্রুপ পর্যায়ে চারটি দলে পাঁচটি করে মোট ২০ দল টুর্নামেন্টের বাছাই পর্বে যোগ দিলেও প্রতি গ্রুপ

143

বিশ্ব হিন্দি দিবস, ২০২৪:

6 January 2024
0
0
0

প্রতি বছর ১০ই জানুয়ারি বিশ্ব জুড়ে পালন হয় বিশ্ব হিন্দি দিবস। পুরো বিশ্বে বহুল ব্যবহৃত ভাষা গুলির মধ্যে ব্যবহারের নিরিখে হিন্দির স্থান তৃতীয়। পুরো বিশ্ব জুড়ে প্রায় ছয় কোটিরও বেশি লোক হিন্দি ভাষা

144

আসছে মকরসংক্রন্তি পিঠাপুলির উৎসবে মাতবে বাংলা:

6 January 2024
0
0
0

দেখতে দেখতে বঙ্গে শীত জাঁকিয়ে পড়তে শুরু করেছে বঙ্গে। সবে সবে ইংরেজি নতুন বর্ষের আগমন ঘটেছে। এরই মধ্যে হাজির মকরসংক্রন্তি। পৌষ মাসের শেষে বঙ্গ জুড়ে পালন হয় এই বিশেষ দিন। শুধু বাংলা নয় বরং পুরো ভার

145

বাংলাদেশে রাজনৈতিক হিংসা, স্বেচ্ছামৃত্যু এক পিতার:

8 January 2024
0
0
0

ভারত বাংলাদেশ সীমান্ত একটি বাংলাদেশী রেল স্টেশন বেনাপোল।সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ভোট পক্রিয়া । আর সেই উপলক্ষে ভোট পরবর্তী রাজনৈতিক অহিংসা চালু রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। এই অবস্থায় ভারত ব

146

১০ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস কেনো পালন হয়?

8 January 2024
0
0
0

১৯৭৫ সালের ১০ই জানুয়ারি মহারাষ্ট্রের নাগপুরে হিন্দি ভাষার ইতিহাসে প্রথম বারের জন্য বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এইদিন টিকে স্মরণীয় করে রাখার জন্যই বিশ্বজুড়ে পালন হয় বিশ্ব হিন্দি দিবস। হিন

147

না ফেরার দেশে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান:

9 January 2024
0
0
0

মাত্র ৫৫ বছর বয়সেই ভারতের শাস্ত্রীয় সঙ্গীত জগৎ থেকে মুছে গেলেন ওস্তাদ রশিদ খান। মাস কয়েক আগে শারীরিক অসুস্থতা নিয়ে দেশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার শারীরিক অবস্থা আরও খারাপের

148

অর্জুন পুরষ্কার পেলেন মহম্মদ শামি:

9 January 2024
0
0
0

মহম্মদ শামি ভারতের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। পুরো ২০২৩ এক দিনের বিশ্বকাপ জুড়ে তাঁর বোলিংয়ের উজ্জ্বল আলোয় চোখ ঝলসেছে ক্রিকেট ভক্তদের। ভারতীয় ক্রিকেট দল শেষ জয় ছিনিয়ে নিতে না পারলেও পুরো সিজনে

149

ভারতীয় ট্যুরিস্টরা বয়কট করছে মালদ্বীপকে কেনো জানেন?

10 January 2024
1
0
0

গত দুদিন ধরে সমাজ মাধ্যমে একপ্রকার হুলস্থুল পরে গেছে।চর্চার শীর্ষে এখন মালদ্বীপ বনাম লক্ষাদ্বীপ ট্রেন্ড। এর পিছনের কারণ কি? জেনে নিন:সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি তাঁর লক্ষাদ্বীপ

150

ঈশান কিষণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ভাঙ্গনের মুখে তাঁর কেরিয়ার:

10 January 2024
0
0
0

ঈশান কিষান, ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নতুন প্রজন্মের ক্রিকেটার। ছোটো বড়ো অনেক ম্যাচেই দুর্ধর্ষ ব্যাটিং করেছেন। তবে এবার তাঁর এক ছোটো ভুলের মাশুল হিসেবে নষ্ট হয়ে যেতে পারে তাঁর ক্রিকেট কেরিয়ার ।

151

রামমন্দির প্রতিষ্ঠা দিবস উদযাপনে বেনারসে মিলবে বিনামূল্যে নৌকাবিহার:

11 January 2024
0
0
0

চলতি বছরের ২২শে জানুয়ারী অযোধ্যা রাম মন্দিরে প্রতিষ্ঠা করা হবে রাম মূর্তি। সেদিন উপস্থিত থাকার জন্য ভারতের বিশিষ্ট এবং সম্মানীয় ব্যক্তিদের নিমন্ত্রণ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। অযোধ্যায় মানুষের ভিড় জ

152

রান নেওয়ার সময় বিভ্রাট, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে রোষের মুখে গিল:

11 January 2024
0
0
0

আজ মোহালিতে শুরু হলো ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ। যেখানে আফগানিস্তান প্রথমে ব্যাটে নেমে ১৫৮ রান তোলে এবং তার পরে ভারত ব্যাটে নামলেই ঘটে বিপত্তি।ভারতের হয়ে ওপেন করতে নামেন যুবক খেলোয়াড়

153

২০২৩ সালের ভারতের প্রথম দশটি অপরিষ্কার শহরের দশটিই বাংলার:

12 January 2024
0
0
0

২০২৩ শেষ হয়েছে। এরই মধ্যে প্রকাশিত একটি রিপোর্টে পুরো ২০২৩সাল জুড়ে ভারতের কোন কোন শহর বেশি নোংরা আবর্জনায় ভরা তার তালিকা প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় প্রথম দশটি শহরের মধ্যে দশটিই পশ্চিম বঙ্গের।

154

আগামী ২২শে জানুয়ারী খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা:

12 January 2024
0
0
0

বাবরি মসজিদ - রাম মন্দির মামলার শুনানির সেই কাল থেকে অপেক্ষার কতগুলি বছর যেনো চোখের পলকে ফুরিয়ে গেল। রামের অযোধ্যায় ফেরা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। পথ ঘাট, গলি রাজপথ সমস্তটাই ঢেকে ফেলা হয়েছে ন

155

মকরসংক্রান্তির কাহিনী:

13 January 2024
0
0
0

ভারত হলো বৈচিত্রের দেশ। বলা হয় ভারত ঘুরলেই বিশ্ব ঘোড়া হয়। আর তাইই ভারতকে উপমহাদেশ তকমা দেওয়া হয়। আর এই উপমহদেশের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এর মধ্যে অন্যতম।

156

অপেক্ষার অবসান ২২ শে জানুয়ারি অযোধ্যায় ফিরছেন ভগবান রাম লালা:

13 January 2024
0
0
0

শিশু রাম পূজিত হন রাম লালা নামে। পুরাণ অনুসারে রাম অযোধ্যাধিপতি দশরথের সন্তান। এবং পরে নিজেও রাজ্যের সিংহাসনে বসেন। ইতিহাসের বিচারে ঘটনা অনেকদিনের। তারপর সমুদ্রের ঢেউয়ের ন্যায় সময় কেটেছে। শিশু রামে

157

এবার অযোধ্যায় স্বপ্নের বাড়ি করবেন অমিতাভ বচ্চন :

15 January 2024
0
0
0

দীর্ঘদিন চর্চায় থাকা এবং বর্তমানে বেশি বিখ্যাত দৈব শহর হলো ভারতের অযোধ্যা। তৈরি হচ্ছে রাম মন্দির। খবরের শীর্ষ বিষয় এখন সেটাই। কি থাকবে নিরাপত্তা ব্যবস্থা, কিভাবে ভিড় সামলানো হবে নানান খুঁটিনাটি তথ্

158

মকর সংক্রান্তিতে গাম বাংলার হারিয়ে যাওয়া রীতি বাউনি বাঁধা, জানুন কি:

15 January 2024
0
0
0

বাংলা ক্যালেন্ডারের পৌষ শেষে দিনটি মকর সংক্রান্তি হিসেবে ধরা হয়। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে আলাদা আলাদা নামে দিনটি পালন হয়ে আসছে। বাংলার পালিত হওয়া এই দিনটির গ্রাম্য পরিবেশে এক

159

অষ্টম বার ফিফার বর্ষসেরা ফুটবল খেলোয়ার নির্বাচিত হলেন মেসি:

16 January 2024
0
0
0

আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি আবারও জিতে নিলেন ফিফার বেস্ট মেল ফুটবলার অফ দা ইয়ার ২০২৪। এই নিয়ে অষ্টম বার এই খেতাব জিতলেন লিওনেল মেসি। গত সোমবার রাতে লন্ডনে ফিফা আয়োজিত একটি অনুষ্ঠানে সকল নির্

160

শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ, দেখে নিন কোন দেশ কটি খেতাব জিতে নিয়েছে:

16 January 2024
0
0
0

শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। যা প্রতি দু বছর অন্তর অনুষ্ঠিত হয়। ২০২২ সালের পর এবার ২০২৪ সালে শুরু হতে চলেছে এই বিশ্বকাপ। ২০২২ সালে এই খেতাব পায় ভারত। ১৯৮৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের ইত

161

আফগানিস্তানের বিরুদ্ধে চমৎকার শতরান রোহিতের:

17 January 2024
0
0
0

ভারত বনাম আফগানিস্তান অন্তরদেশিও তৃতীয় টি টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হলো বুধবার। পরে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানে চার গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে ভারত। যার মধ্যে বিরাট কোহলি শূন্য রানে, জাইস্বাল ৪,

---